পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল কাউন্সিলরের বাড়ির সামনে বিক্ষোভ ইসলামপুরে - cpim

কাটমানি ফেরতের দাবিতে ইসলামপুর পৌরসভার তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সত্যেন দাসের বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করল স্থানীয় CPI(M)-এর কর্মী-সমর্থকরা ।

কাটমানি ফেরতের দাবিতে আন্দোলন

By

Published : Jun 27, 2019, 10:38 AM IST

রায়গঞ্জ, 27 জুন : কাটমানি ইশুতে এবার আন্দোলনে CPI(M) । তৃণমূল কাউন্সিলরের বাড়ির সামনে বিক্ষোভে সামিল CPI(M)-এর কর্মী-সমর্থকরা ।

গতকাল সন্ধ্যায় উত্তর দিনাজপুরের ইসলামপুর পৌরসভার তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সত্যেন দাসের বাড়ির সামনে কাটমানি ইশুতে বিক্ষোভ প্রদর্শন করল স্থানীয় CPI(M)-এর কর্মী-সমর্থকরা । অভিযোগ, কাউন্সিলর সত্যেন দাস সহ অন্য কাউন্সিলররা কাটমানি নিয়ে গরিবদের সরকারি সুবিধা পাইয়ে দেন । এছাড়াও ইসলামপুর পৌরসভা এলাকার কাজকর্ম নিয়েও ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ জানায় তারা । CPI(M)-এর বক্তব্য, দলের পক্ষ থেকে ইসলামপুর পৌরসভার চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দেবে তারা। অবিলম্বে গরিবদের কাটমানির টাকা ফেরত না দেওয়া শুরু হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকিও দেয় ।

অন্যদিকে এই বিষয়ে ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানহাইয়ালাল আগরওয়ালের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, "এই বিষয়ে কোনও অভিযোগ আমার কাছে আসলে তার ব্যবস্থা নেওয়া হবে ।"

ABOUT THE AUTHOR

...view details