রায়গঞ্জ, 27 জুন : কাটমানি ইশুতে এবার আন্দোলনে CPI(M) । তৃণমূল কাউন্সিলরের বাড়ির সামনে বিক্ষোভে সামিল CPI(M)-এর কর্মী-সমর্থকরা ।
কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল কাউন্সিলরের বাড়ির সামনে বিক্ষোভ ইসলামপুরে - cpim
কাটমানি ফেরতের দাবিতে ইসলামপুর পৌরসভার তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সত্যেন দাসের বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করল স্থানীয় CPI(M)-এর কর্মী-সমর্থকরা ।
গতকাল সন্ধ্যায় উত্তর দিনাজপুরের ইসলামপুর পৌরসভার তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সত্যেন দাসের বাড়ির সামনে কাটমানি ইশুতে বিক্ষোভ প্রদর্শন করল স্থানীয় CPI(M)-এর কর্মী-সমর্থকরা । অভিযোগ, কাউন্সিলর সত্যেন দাস সহ অন্য কাউন্সিলররা কাটমানি নিয়ে গরিবদের সরকারি সুবিধা পাইয়ে দেন । এছাড়াও ইসলামপুর পৌরসভা এলাকার কাজকর্ম নিয়েও ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ জানায় তারা । CPI(M)-এর বক্তব্য, দলের পক্ষ থেকে ইসলামপুর পৌরসভার চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দেবে তারা। অবিলম্বে গরিবদের কাটমানির টাকা ফেরত না দেওয়া শুরু হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকিও দেয় ।
অন্যদিকে এই বিষয়ে ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানহাইয়ালাল আগরওয়ালের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, "এই বিষয়ে কোনও অভিযোগ আমার কাছে আসলে তার ব্যবস্থা নেওয়া হবে ।"