পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রশাসনের নাকের ডগায় পুকুর ভরাট, অভিযুক্ত 2 ব্যবসায়ী - filling up of water bodies in itahar

প্রশাসনের নাকের ডগায় রাজ্য সরকারের জলাভূমি আইনকে অমান্য করে ট্রাক্টর দিয়ে মাটি ফেলে জলাশয় ভরাট করছে এলাকার দুই ব্যবসায়ী ৷ বাসিন্দাদের দাবি, ওই জলাশয় বন্ধ হয়ে গেলে বর্ষার সময় এলাকার জল বের হতে না পেরে গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়বে।স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে ইটাহার ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরকে জানানো হয়েছে ৷ কিন্তু প্রশাসনের এব্যাপারে কোনও উদ্যোগই দেখা যায়নি।

প্রশাসনের নাকের ডগায় পুকুর ভরাট
প্রশাসনের নাকের ডগায় পুকুর ভরাট

By

Published : May 5, 2021, 2:19 PM IST

রায়গঞ্জ, 5 মে : প্রশাসনের জলাভূমি আইনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে বেআইনিভাবে জলাশয় ভরাট করার অভিযোগ উঠল স্থানীয় দুই ব্যাবসায়ীর বিরুদ্ধে। যার জেরে চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের মারনাই গ্রামপঞ্চায়েতের মারনাই গ্রামে। প্রশাসনের কাছে অবিলম্বে জলাশয় ভরাটের কাজ বন্ধ করার আর্জি জানিয়েছে গ্রামের বাসিন্দারা ৷
একদিকে মারনাই স্বাস্থ্যকেন্দ্র আর অপরদিকে মারনাই শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়। ঠিক তার ঢিল ছোঁড়া দূরত্বে মারনাই গ্রামপঞ্চায়েতের অফিস সংলগ্ন জনবসতিপূর্ণ বাজার এলাকায় জলাশয়টি ৷ প্রশাসনের নাকের ডগায় রাজ্য সরকারের জলাভূমি আইনকে অমান্য করে ট্রাক্টর দিয়ে মাটি ফেলে জলাশয় ভরাট করছে এলাকার দুই ব্যবসায়ী ৷ এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের ৷

প্রশাসনের নাকের ডগায় পুকুর ভরাট,অভিযুক্ত এলাকর দুই ব্যবসায়ী

স্থানীয় বাসিন্দা অক্ষয় পালের অভিযোগ , ঘন জনবসতিপূর্ণ এলাকায় ওই জলাশয় ৷ কিভাবে সরকারি খতিয়ানে উল্লেখ থাকা জলাশয় মাটি দিয়ে ভরাট করা হচ্ছে ৷ আর এখানেই প্রশাসনের গাফিলতির অভিযোগ উঠছে ৷ বাসিন্দাদের দাবি, ওই জলাশয় বন্ধ হয়ে গেলে বর্ষার সময় এলাকার জল বের হতে না পেরে গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়বে। স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে ইটাহার ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরকে জানানো হয়েছে ৷ কিন্তু প্রশাসনের এব্যাপারে কোনও উদ্যোগই দেখা যায়নি।

আরও পড়ুন :কোচবিহারে তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার

ABOUT THE AUTHOR

...view details