রায়গঞ্জ , 9 সেপ্টেম্বর : যুবতিকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে ৷ ঘটনাটি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার পারাধা গ্রামের ৷ মৃতার নাম চন্দনা বর্মণ (19) ৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে ৷ ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা ৷
স্থানীয় সূত্রের খবর , চার মাস আগে পারাধা গ্রামের বাসিন্দা পেশায় কাঠমিস্ত্রী বিপুল বর্মণের সঙ্গে বিয়ে হয় মালঞ্চা গ্রামের বাসিন্দা গোপাল বর্মণের মেয়ে চন্দনার ৷ অভিযোগ, বিয়ের পর থেকেই পণের জন্য চাপ দিতে শুরু করে চন্দনার শ্বশুর, শাশুড়ি ও স্বামী ৷ চন্দনার বাপের বাড়ির আর্থিক অবস্থা ভালো নয় । তাই পণের দাবি মেটাতে পারেনি । এর জেরে বিপুল ও তার বাবা-মা চন্দনাকে মারধর করত বলে অভিযোগ ৷