পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভোট মিটতেই প্রয়াত বিধায়ক দেবেন রায়কে ভুলেছে বিজেপি, ক্ষুব্ধ হেমতাবাদ

2020 সালের 13 জুলাই উত্তর দিনাজপুরের হেমতাবাদের বিধায়ক বিজেপির দেবেন রায়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় ৷ এই ঘটনা নিয়ে সেই আন্দোলনে নেমেছিল বিজেপি ৷ কিন্তু ঘটনার এক বছর সেখানে গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্ব যাচ্ছে না বলে অভিযোগ ৷

hemtabad residents not happy with bjp leaders attitude on deben roy issue
ভোট মিটতেই প্রয়াত বিধায়ক দেবেন রায়কে ভুলেছে বিজেপি, ক্ষুব্ধ হেমতাবাদ

By

Published : Jul 19, 2021, 1:30 PM IST

রায়গঞ্জ, 19 জুলাই : 2020 সালের 13 জুলাই ৷ বাড়ি থেকে এক কিলোমিটার দূরে ঝুলন্ত মৃতদহে উদ্ধার হয়েছিল হেমতাবাদের বিধায়ক দেবেন রায়ের ৷ সেই ঘটনার পর কেটে গিয়েছে এক বছর ৷ সময়ের সঙ্গে সঙ্গে দেবেন রায়ের স্মৃতি ক্রমশ ফিকে হয়ে গিয়েছে ভারতীয় জনতা পার্টির (BJP) শীর্ষ নেতৃত্বের কাছে ৷ এমনটাই অভিযোগ বিজেপির স্থানীয় নেতৃত্বের ৷

যদিও এক বছর আগে পরিস্থিতি একেবারে অন্যরকম ছিল ৷ যেদিন সকালে দেবেন রায়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়, সেদিনই এই ঘটনাকে খুন বলে দাবি করেছিল বিজেপি ৷ আন্দোলনে নেমেছিল বিজেপি ৷ স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এসেছিলেন উত্তর দিনাজপুরের ওই বিধানসভা কেন্দ্রে ৷ গিয়েছিলেন গেরুয়া শিবিরের একাধিক শীর্ষ নেতৃত্বও ৷

আরও পড়ুন :নামখানায় জালে ধরা দিতেই বাঙালির পাতে রূপালি ফসলের আক্ষেপ মেটার আশা

হেমতাবাদে দেবেন রায়ের মৃর্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি ৷ প্রয়াত বিধায়কের মূর্তি প্রতিষ্ঠার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ৷ সেই সময় উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় ৷ মহাসমারোহে সেই অনুষ্ঠান হয়েছিল গত বছর ২৩ অগস্ট ৷ তার পর এক বছর কেটে গেলেও হেমতাবাদের বালিয়া মোড়ে দেবেন রায়ের মূর্তি এখনও তৈরি হয়নি ৷ প্রয়াত বিধায়কের ভিত্তিপ্রস্তরে এখন শ্যাওলা জমেছে, জং ধরেছে বের হয়ে থাকা লোহার রডে ।

চলতি মাসের 13 তারিখ ছিল দেবেন রায়ের প্রথম মৃত্যুবার্ষিকী ৷ সেই দিন ওই ভিত্তিপ্রস্তরের উপরই প্রদীপ জ্বালয়ে শ্রদ্ধা জানান স্থানীয় বিজেপি কর্মীরা ৷ কিন্তু রাজ্য বা কেন্দ্রীয় নেতৃত্বের কেউ না থাকায় ক্ষুব্ধ এলাকায় বিজেপির স্থানীয় নেতা-কর্মীরা ৷ বিজেপির হেমতাবাদ মণ্ডল কমিটির সভাপতি প্রাণ বর্মন জানান, বিজেপির শীর্ষ নেতৃত্ব নীচুতলার বিজেপি নেতা-কর্মীদের খেলনা বলে মনে করে ব্যবহার করে । হেমতাবাদের প্রয়াত বিজেপি বিধায়ক দেবেন রায়কে ভুলেই গিয়েছেন তাঁরা ।

আরও পড়ুন :সূচিতে বদল, 26 জুলাই দিল্লি যাচ্ছেন মমতা

যদিও সম্প্রতি শেষ হওয়া বিধানসভা নির্বাচনে দেবেন রায়ের মৃত্যু ইস্যুকে হাতিয়ার করতে চেয়েছিল বিজেপি ৷ প্রার্থী করা হয়েছিল প্রয়াত বিধায়কের স্ত্রী চাঁদিমা রায়কে ৷ কিন্তু তিনি জিততে পারেননি ৷ তার পর থেকে হেমতাবাদের দেবেন রায়ের মৃত্যু নিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের মোহভঙ্গ হয়েছে বলে অভিযোগ ৷ তাই হেমতাবাদের স্থানীয় বাসিন্দা থেকে দেবেন রায়ের পরিজনদের বক্তব্য, বিজেপি প্রতিশ্রুতি দিয়ে কথা রাখে না ৷

ABOUT THE AUTHOR

...view details