পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্বর্ণ ব্যবসায়ীকে গুলি, গয়নাসহ ছিনতাই 5 লাখ টাকা - north dinajpur

স্বর্ণ ব্যবাসয়ীকে গুলি করে গয়না ও নগদ ছিনতাই দুষ্কৃতীদের ৷  উত্তর দিনাজপুরেরর চোপড়া থানার দাসপাড়া এলাকার ঘটনা ৷

হাসপাতালে জখম স্বর্ণ ব্যবসায়ী গোপাল বর্মণ

By

Published : Jul 31, 2019, 1:03 PM IST

রায়গঞ্জ, 31 জুলাই: স্বর্ণ ব্যবাসয়ীকে গুলি করে গয়না ও নগদ ছিনতাই দুষ্কৃতীদের ৷ উত্তর দিনাজপুরেরর চোপড়া থানার দাসপাড়া এলাকার ঘটনা ৷ আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন জখম স্বর্ণ ব্যবসায়ী গোপাল বর্মণ ৷

চোপড়ার বর্মণবস্তির বাসিন্দা গোপালবাবুর দাসপাড়ায় একটি সোনার দোকান রয়েছে ৷ স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন গোপালবাবু ৷ তখনই বাইকে করে তিনজন দুষ্কৃতী এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় ৷ গোপালবাবুর সঙ্গে থাকা সোনার গয়না ও নগদ টাকা ছিনতাই করে পালিয়ে যায় ৷ যার মূল্য প্রায় 5 লাখ টাকা । গুলির শব্দে ছুটে আসেন স্থানীয়রা ৷ তাঁরাই গোপালবাবুকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভরতি করেন ৷ শারীরিক অবস্থার অবনতি হলে পরে গোপাল বর্মণকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় ৷

আরও পড়ুন : রায়গঞ্জে বাড়ি থেকে ডেকে খুন যুবককে

খবর পেয়ে ঘটনাস্থানে আসে চোপড়া থানার পুলিশ ৷ দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি ৷

ABOUT THE AUTHOR

...view details