পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভিনরাজ্যের 368 জন যুবকের হাতে খাদ্যসামগ্রী তুলে দিল রায়গঞ্জের মন্দির কমিটি - রায়গঞ্জ

ভিনরাজ্যের 368 জন যুবকের হাতে প্রচুর খাদ্যসামগ্রী তুলে দিল রায়গঞ্জ কর্ণজোড়া অমরনাথ মন্দির কমিটি ।

ছবি
ছবি

By

Published : Apr 19, 2020, 11:12 AM IST

রায়গঞ্জ, 19 এপ্রিল : ভিনরাজ্যের 368 জন যুবকের হাতে খাদ্যসামগ্রী তুলে দিল রায়গঞ্জ কর্ণজোড়া অমরনাথ মন্দির কমিটি । অসম, ওড়িশা, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে তাঁরা এসেছেন । প্রসাধনী দ্রব্য ও জৈব সার বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করেন । সেই বিক্রির লাভ দিয়ে তাঁদের সংসার চলে । আচমকা লকডাউন ঘোষণা হওয়ায় সব ধরনের কাজকর্ম বন্ধ হয়ে যায় । ফলে, বিপাকে পড়েছেন ভিনরাজ্যের এই যুবকরা ।

রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীনে কর্ণজোড়া এলাকায় এঁরা বাড়ি ভাড়া নিয়ে থাকেন । প্রতিদিনের খাবার খরচ জোগাড় করতে তাঁদের সমস্যা হচ্ছিল। সেলসম্যানদের সমস্যার কথা ভেবে তাঁদের কম্পানি কিছু সাহায্য করেছিল । পরে কম্পানির তরফে কৃষ্ণ মাহাত কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রশান্ত দাসের সঙ্গে যোগাযোগ করেন । প্রশান্তবাবু তাঁদের নিয়ে রায়গঞ্জের BDO-র কাছে যান । BDO তাঁদের দুই কুইন্টাল চালের ব্যাবস্থা করে দিয়েছিলেন।

এরপরও চরম অনটনে চলতে থাকা যুবকদের সমস্যার সমাধানে এগিয়ে আসেন প্রধান । তাঁর উদ্যোগেই কর্ণজোড়া অমরনাথ মন্দির কমিটির পক্ষ থেকে ভিনরাজ্যের যুবকদের হাতে 10 কুইন্টাল চাল, 5 কুইন্টাল আলু, তেল এবং সাবান তুলে দেওয়া হয় । খাদ্যসামগ্রী হাতে পেয়ে খুশি যুবকরা । সংস্থার কর্ণধার কৃষ্ণ মাহাত বলেন, "2 কুইন্টাল চাল শেষ হওয়ার পর খাবার কীভাবে জোগাড় হবে সেটা নিয়ে ওই যুবকরা দুশ্চিন্তায় ছিলেন । প্রশান্তবাবু জানতে পেরে তাঁদের পাশে যেভাবে দাঁড়ালেন তা ভোলার নয় । সামজিক দূরত্ব বজায় রেখে এই 368 জন যুবক অমরনাথ মন্দিরে হাজির হয়ে খাদ্যসামগ্রী নেন ।"

ABOUT THE AUTHOR

...view details