রায়গঞ্জ, 10 ডিসেম্বর : অভিযোগ, ধান চাষিদের কাছ থেকে কুইন্টাল প্রতি 8 থেকে 10 কেজি ধলতা নেওয়া হয় ৷ প্রতিবাদে হেমতাবাদের বাঙালবাড়ি মোড়ে কৃষক বাজারের সামনে রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ কৃষকদের । দীর্ঘক্ষণ চলে অবরোধ ৷ পরে ঘটনাস্থানে পৌঁছান খাদ্য দপ্তর এবং কৃষি দপ্তরের আধিকারিকরা । আন্দোলনরত কৃষকদের সঙ্গে আলোচনার পর অবরোধ প্রত্যাহার হয় ।
আরও পড়ুন : ফের কেন্দ্রের প্রস্তাব খারিজ, আরও বড় আন্দোলনের পথে কৃষকরা
কৃষকদের অভিযোগ, হেমতাবাদ কৃষক বাজার থেকে সরকারি সহায়ক মূল্য 1868 টাকা প্রতি কুইন্টাল দরে ধান কেনা শুরু হয়েছে । মিল মালিকরা কুইন্টাল প্রতি 8 থেকে 10 কেজি ধলতা নিচ্ছেন । এর ফলে কৃষকরা ক্ষতির মুখে পড়ছেন । কৃষকদের এই সমস্যা নিয়ে কৃষি দপ্তর, খাদ্য দপ্তরের আধিকারিকদের কাছে অভিযোগ করেও কোনও সুরাহা হয়নি ৷ তাই বাধ্য হয়েই কৃষকরা রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সরকার অবরোধ করে বিক্ষোভ দেখায় ।