রায়গঞ্জ, 21 এপ্রিল : কোথাও নার্সকে হেনস্থা হতে হয়েছে । কোথাও চিকিৎসককে । কোথাও আবার স্বাস্থ্যকর্মীকে । তাঁদের একটাই "অপরাধ" । তাঁরা কোরোনা আক্রান্তদের চিকিৎসার সঙ্গে যুক্ত । খোদ প্রধানমন্ত্রী বলেছেন, কোরোনা আক্রান্তদের চিকিৎসার সঙ্গে যুক্ত কাউকে হেনস্থা করা হলে অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে । কিন্তু তাতেও কান দিচ্ছে না মানুষ । তাই তো এবার হেনস্থার শিকার হতে হল রায়গঞ্জের নার্সিংহোমের নিরাপত্তারক্ষী বাপ্পা মণ্ডলের পরিবারকে । "অপরাধ" একই । বাপ্পা মণ্ডল যে নার্সিংহোমে কর্মরত সেটিকে কোরোনা আক্রান্তদের চিকিৎসার জন্য চিহ্নিত করা হয়েছে । তাই পাড়ায় বা বাড়িতে আসতে তাঁকে নিষেধ করে প্রতিবেশীরা । যদিও পুলিশ-প্রশাসনের তৎপরতায় রেহাই মিলেছে বাপ্পার । তবে, এখনও আতঙ্কিত তিনি ।
রায়গঞ্জের কর্ণজোড়া এলাকার একটি নার্সিংহোমকে প্রশাসনের তরফে চিহ্নিত করা হয়েছে কোরোনা আক্রান্তদের চিকিৎসার জন্য । এই নার্সিংহোমেই নিরপত্তারক্ষী হিসেবে 12 এপ্রিল থেকে কাজ করছেন রায়গঞ্জের উদয়পুরের বাসিন্দা বাপ্পা মণ্ডল । গতরাতে তাঁর বাড়িতে হঠাৎই প্রতিবেশীদের একাংশ যায় । বাপ্পার স্ত্রীর কাছে খোঁজ নেয় । প্রতিবেশীদের বাপ্পার স্ত্রী জানান, ওই নার্সিংহোমে কাজ করার জন্য এখন বাড়ি ফিরছেন না তিনি । নার্সিংহোমেই থাকছেন । তারপরেও প্রতিবেশীরা জানায়, কোনওভাবেই যেন বাপ্পা বাড়ি না ফেরেন । এমনকী, কোনও টাকা যদি বাড়িতে পাঠান তাও না নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় বাপ্পার স্ত্রীকে ।
এই ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন বাপ্পার স্ত্রী । ফোন করে বিষয়টা বাপ্পাকে জানান । তারপর সাহায্য পেতে স্বাস্থ্য বিভাগের শীর্ষ আধিকারিকদের সঙ্গে কথা বলেন বাপ্পা । সমস্যার কথা পুলিশকে জানান স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা । তারপর কর্ণজোড়া পুলিশ ফাঁড়ির OC-র নেতৃত্ব এলাকায় পুলিশ যায় । স্থানীয়দের এই ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত না থাকার জন্য আবেদন জানায় । পাশাপাশি সরকারি নির্দেশিকা মেনে কোনও ধরনের গুজব যাতে কেউ না ছড়ায় তারও অনুরোধ করা হয় ।