পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শন পুলিশ প্রশাসনের কর্তাদের

10 ফেব্রুয়ারি কালিয়াগঞ্জে কর্মিসভা করবেন মমতা বন্দ্যোপাধ্য়ায়৷ শুক্রবার সভাস্থল পরিদর্শন করেন উত্তর দিনাজপুর জেলা প্রশাসন ও পুলিশের কর্তাব্যক্তিরা৷ গোটা এলাকা ঘুরে দেখেন তৃণমূলের দুই দিনাজপুরের নেতারাও৷

মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শন পুলিশ প্রশাসনের কর্তাদের
মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শন পুলিশ প্রশাসনের কর্তাদের

By

Published : Feb 5, 2021, 8:16 PM IST

রায়গঞ্জ, 5 ফেব্রুয়ারি: আগামী 10 ফেব্রুয়ারি, বুধবার উত্তর দিনাজপুরে দলের কর্মিসভায় যোগ দিতে আসছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দুই জেলার সীমানাবর্তী কালিয়াগঞ্জ ব্লকের চান্দোল ময়দানে কর্মিসভায় বক্তব্য রাখবেন মমতা।

মুখ্যমন্ত্রীর এই কর্মসূচি ঘিরে জেলা পুলিশ ও প্রশাসনের তৎপরতা এখন তুঙ্গে। শুক্রবার বিকেলে সভাস্থল পরিদর্শন করতে যান জেলাশাসক অরবিন্দ কুমার মিনা, রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমার, রায়গঞ্জের মহকুমাশাসক অর্ঘ্য ঘোষ-সহ প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা। সভাস্থল ও আশপাশের এলাকার নিরাপত্তা ব্যাবস্থা খতিয়ে দেখেন তাঁরা।

পুলিশ প্রশাসনের পাশাপাশি সভাস্থল পরিদর্শনে যান উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম দাস-সহ শাসকদলের নেতারও।

সভাস্থল ঘুরে দেখার পর কানাইয়ালাল জানান, বুধবার বিকেলেই তাঁর কাছে নির্দেশ আসে দুই দিনাজপুর জেলার কেন্দ্রস্থলে কর্মিসভা করবেন তৃণমূলনেত্রী৷ সেই অনুসারেই দুই জেলার পুলিশ প্রশাসন ও দলের জেলাস্তরের নেতারা সভার জন্য চান্দোল ময়দানকে বেছে নেন৷

আরও পড়ুন:তৃণমূলের বিকল্প উন্নত তৃণমূল, মমতার স্লোগানে বামেদের ছায়া

তৃণমূল সূত্রে খবর, আগামী 10 ফেব্রুয়ারি চান্দোল ময়দানে সভাস্থল করায় দুই দিনাজপুর জেলারই কর্মী-সমর্থকরা মুখ্যমন্ত্রীর সভায় যোগ দিতে পারবেন৷

ABOUT THE AUTHOR

...view details