রায়গঞ্জ, 14 সেপ্টেম্বর: বিজেপি সমর্থক হওয়ায় শিক্ষককে বিদ্যালয় থেকে 'ঘাড় ধাক্কা' দিয়ে বের করে দেওয়ার অভিযোগ ৷ অভিযোগের তির ওই বিদ্যালয়েরই পরিচালন সমিতির সদস্য, প্রধান শিক্ষক-সহ বহিরাগত কিছু তৃণমূল কর্মীদের বিরুদ্ধে । নির্যাতিত ওই শিক্ষকের নাম ভবেশ কর ৷ প্রতিবাদে বৃহস্পতিবার স্কুল গেটের সামনে অবস্থান-বিক্ষোভে দেখান ওই শিক্ষক । উত্তর দিনাজপুর জেলার চোপড়ার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত টাটু সিংহ স্মৃতি হাই স্কুলের ঘটনা।
নির্যাতিত ওই শিক্ষক সংশ্লিষ্ট বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক । চোপড়া ব্লকের সোনাপুর গ্রাম পঞ্চায়েতের চাওলিগছ এলাকার বাসিন্দা । জানা গিয়েছে, 2021 সালে তিনি টাটু সিংহ স্মৃতি হাই স্কুলে শিক্ষক পদে যোগ দেন । এর আগে তিনি মালদায় কর্মরত ছিলেন । নির্যাতিত ওই শিক্ষক ভবেশ করের অভিযোগ, তিনি বিজেপির শিলিগুড়ি জেলা সম্পাদক পদে রয়েছেন । বুধবার তাঁকে প্রধান শিক্ষক প্রণব কুমার বাড়ুই-সহ পরিচালন সমিতির কিছু সদস্য এবং বহিরাগত কিছু তৃণমূল কর্মীরা রীতিমতো ঘাড় ধাক্কা দিয়ে স্কুল থেকে বের করে দেন । অথচ তাঁকে কোনও সাসপেনশন লেটার দেওয়া হয়নি বলেই অভিযোগ তাঁর । তারই প্রতিবাদে বৃহস্পতিবার স্কুল গেটের সামনে অবস্থান-বিক্ষোভে বসেছেন । তার অনুমান যে তিনি বিজেপি দল করেন বলেই তৃণমূলের নির্দেশে এই ঘটনা ঘটানো হয়েছে ।