ইসলামপুর, 29 মে : প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে "বিশেষ আমন্ত্রিত" বাংলার 50 জন মৃত BJP কর্মীদের পরিবার । সেই তালিকায় রয়েছে দাড়িভিটকাণ্ডে নিহত তাপস বর্মণ ও রাজেশ সরকারের পরিবারও । আগামীকাল নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে আজ দিল্লি গেলেন দাড়িভিটকাণ্ডে নিহত ওই দুই ছাত্রের মা-বাবা । গতকাল ইসলামপুর থেকে ট্রেনে করে কলকাতা যান তাঁরা । আজ কলকাতা থেকে ট্রেনে দিল্লির উদ্দেশে রওনা দেন তাঁরা ।
গতকাল অমিত শাহকে নিয়ে প্রায় পাঁচ ঘণ্টা বৈঠক করেন নরেন্দ্র মোদি । সেখানেই মন্ত্রিসভার একটি রূপরেখাও তৈরি হয়েছে বলে খবর । পাশাপাশি সেই বৈঠকেই পশ্চিমবঙ্গে গত কয়েকবছরে নিহত 50 জন BJP কর্মীর পরিবারকে অনুষ্ঠানে আনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় । তাদের আমন্ত্রণপত্র পাঠানো হয় রাষ্ট্রপতির ভবনের তরফে ।