পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dead Body Recovered: রায়গঞ্জে স্কুলের বারান্দায় মিলল মৃতদেহ, তদন্তে পুলিশ - রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল

লক্ষ্মীপুজোর কার্নিভালের (Lakhsmi Puja Carnival) পরের দিন স্কুলের বারান্দায় মিলল মৃতদেহ ৷ ঘটনাটি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার বারদুয়ারি এলাকার একটি স্কুলের ৷ পুলিশ তদন্ত করছে ৷

dead-body-recovered-from-raiganj-school
Dead Body Recovered: রায়গঞ্জে স্কুলের বারান্দায় মিলল মৃতদেহ, তদন্তে পুলিশ

By

Published : Oct 12, 2022, 2:15 PM IST

রায়গঞ্জ, 12 অক্টোবর : লক্ষ্মীপুজোর কার্নিভালের (Lakhsmi Puja Carnival) পরের দিন বিদ্যালয়ের বারান্দায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায় । ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার রায়গঞ্জ থানার বারদুয়ারি এলাকায় নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের বারান্দায় ।

মৃতদেহটি উদ্ধার করেছে রায়গঞ্জ থানার পুলিশ (Raiganj PS) ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ কীভাবে মৃত্যু, তা জানার জন্য আপাতত ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার বারদুয়ারি এলাকায় নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের বারান্দায় এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা । এলাকার লোকজন প্রতিদিনের মতো বুধবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে বিষয়টি দেখতে পান । মৃতদেহের আশেপাশে কিছু রক্তের দাগ রয়েছে । ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি । তবে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, তাঁর বাড়ি নবদ্বীপে । বারদুয়ারিতে মাঝে মধ্যে ভিক্ষাবৃত্তি করতে দেখা গিয়েছে তাঁকে ।

রায়গঞ্জে স্কুলের বারান্দায় মিলল মৃতদেহ, তদন্তে পুলিশ

এদিকে মঙ্গলবার ওই এলাকায় লক্ষ্মীপুজোর কার্নিভালের আয়োজন করা হয়েছিল । তারপর দিনই এমন ঘটনা শোরগোল পড়ে গিয়েছে । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসছে রায়গঞ্জ থানার পুলিশ । দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Raiganj Medical College and Hospital) পাঠায় পুলিশ ৷

আরও পড়ুন :রায়গঞ্জ কার্নিভালে গরুর গুঁতোয় মৃতের পরিবারকে 2 লক্ষ আর্থিক সহায়তা বিধায়কের

ABOUT THE AUTHOR

...view details