রায়গঞ্জ. 7 সেপ্টেম্বর : দু'দিন নিখোঁজ থাকার পর বাড়ির পাশের জঙ্গল থেকে উদ্ধার হল নাবালিকার মৃতদেহ । ঘটনাটি উত্তর দিনাজপুরের ডালখোলা থানার হাটবাড়ি এলাকার । মৃত নাবালিকার নাম সোনালী মণ্ডল (9) । এই ঘটনায় মৃতের কাকা গোবিন্দ মণ্ডল ও এক কাকিমা প্রিয়াঙ্কা মণ্ডলকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ডালখোলা থানার পুলিশ । শুরু হয়েছে তদন্ত । খুনের কিনারা করতে আনা হয়েছে পুলিশ কুকুর ।
ডালখোলা থানার হাটবাড়ি এলাকার বাসিন্দা সোনালী মা ও ছোট ভাইয়ের সঙ্গে থাকত । বাবা কানাই মণ্ডল ব্যবসা সূত্রে শিলংয়ে থাকেন । গত বৃহস্পতিবার থেকেই বাড়ি থেকে নিখোঁজ হয় সোনালী । দিনভর খোঁজাখুঁজির পর সোনালীর পরিবারের তরফে ডালখোলা থানায় মিসিং ডায়েরি করা হয় । শুক্রবার সোনালীর দেহ উদ্ধারের দাবিতে ডালখোলা থানার সামনে বিক্ষোভও দেখান হাটবাড়ি গ্রামের বাসিন্দারা ।