পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিবাহ বহির্ভূত সম্পর্ক জেনে যাওয়ায় খুন নাবালিকা ? - উদ্ধার হল নাবালিকার মৃতদেহ

দু'দিন নিখোঁজ থাকার পর বাড়ির পাশের জঙ্গল থেকে উদ্ধার হল নাবালিকার মৃতদেহ । ঘটনাটি উত্তর দিনাজপুরের ডালখোলা থানার হাটবাড়ি এলাকার । মৃত নাবালিকার নাম সোনালী মণ্ডল (9) । এই ঘটনায় নাবালিকার এক কাকা ও কাকিমাকে আটক করেছে ডালখোলা থানার পুলিশ ।

missing child

By

Published : Sep 7, 2019, 6:55 PM IST

Updated : Sep 7, 2019, 7:29 PM IST

রায়গঞ্জ. 7 সেপ্টেম্বর : দু'দিন নিখোঁজ থাকার পর বাড়ির পাশের জঙ্গল থেকে উদ্ধার হল নাবালিকার মৃতদেহ । ঘটনাটি উত্তর দিনাজপুরের ডালখোলা থানার হাটবাড়ি এলাকার । মৃত নাবালিকার নাম সোনালী মণ্ডল (9) । এই ঘটনায় মৃতের কাকা গোবিন্দ মণ্ডল ও এক কাকিমা প্রিয়াঙ্কা মণ্ডলকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ডালখোলা থানার পুলিশ । শুরু হয়েছে তদন্ত । খুনের কিনারা করতে আনা হয়েছে পুলিশ কুকুর ।

ডালখোলা থানার হাটবাড়ি এলাকার বাসিন্দা সোনালী মা ও ছোট ভাইয়ের সঙ্গে থাকত । বাবা কানাই মণ্ডল ব্যবসা সূত্রে শিলংয়ে থাকেন । গত বৃহস্পতিবার থেকেই বাড়ি থেকে নিখোঁজ হয় সোনালী । দিনভর খোঁজাখুঁজির পর সোনালীর পরিবারের তরফে ডালখোলা থানায় মিসিং ডায়েরি করা হয় । শুক্রবার সোনালীর দেহ উদ্ধারের দাবিতে ডালখোলা থানার সামনে বিক্ষোভও দেখান হাটবাড়ি গ্রামের বাসিন্দারা ।

শুনুন বক্তব্য

এরপর আজ সকালে সোনালীর বাড়ির পাশের জঙ্গল থেকে তীব্র দুর্গন্ধ ছড়ানোয় স্থানীয়রা সেখানে খোঁজ চালায় । দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে স্থানীয়রা সোনালীর মৃতদেহ উদ্ধার করে । খবর দেওয়া হয় ডালখোলা থানার পুলিশকে । পুলিশ ময়নাতদন্তের জন্য মৃতদেহটি রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় । ঘটনার তদন্তে নেমে সোনালির এক কাকা ও এক কাকিমাকে আটক করেছে পুলিশ । নামানো হয়েছে পুলিশ কুকুর ।

অভিযোগ, সোনালীর কাকা গোবিন্দর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল তাঁর অন্য এক কাকার স্ত্রীর । তাদের আপত্তিকর অবস্থায় দেখে ফেলেছিল সোনালী । তাই প্রমাণ লোপাটের জন্যই সোনালীকে অপহরণ করে খুন করে জঙ্গলে ফেলে দেওয়া হয় । পুলিশের প্রাথমিক অনুমান, শ্বাসরোধ করেই সোনালীকে খুন করা হয়েছে ।

Last Updated : Sep 7, 2019, 7:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details