রায়গঞ্জ, 20 নভেম্বর : সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে রাতভর উচ্চগ্রামে চলল দ্রুত লয়ের গান ৷ সঙ্গে মঞ্চ বেঁধে উদ্দাম নাচ ৷ যে জায়গায় এই নাচ, গানের আয়োজন, তা আদতে বাচ্চাদের স্কুল ! খাতায়-কলমে সেই স্কুল পরিচালনার দায়িত্ব যাঁর উপর, সেই টিচার ইনচার্জের বক্তব্য, তিনি নাকি কিছুই জানতেন না ! উত্তর দিনাজপুরের রায়গঞ্জ লাগোয়া তাহেরপুর প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা ঘিরে চড়ছে রাজনীতির পারদ ৷ বিজেপির অভিযোগ, তৃণমূল শিক্ষা প্রতিষ্ঠানে অপসংস্কৃতির আমদানি করছে ৷ আর তৃণমূলের বক্তব্য, এই ধরনের নাচ, গান বাংলার সংস্কৃতি নয় ৷ উত্তরপ্রদেশ, বিহারে এইসব হয় ৷ সেখানে বিজেপির শাসন ৷ সেখান থেকেই এসব বাংলায় আমদানি করা হচ্ছে ৷
আরও পড়ুন :MLA Dance Controversy : মঞ্চ মাতিয়ে বিতর্কে ময়নাগুড়ির বিজেপি বিধায়ক
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত 14 নভেম্বর তাহেরপুর প্রাথমিক বিদ্যালয়ে জলসার আয়োজন করা হয় ৷ সেই অনুষ্ঠান চলে সারারাত ৷ স্কুল চত্বরেই বসে ভোজপুরী গানের সুরে তাল মিলিয়ে নাচের আসর ৷ তা দেখতে ভিড় জমান এলাকার বহু মানুষ ৷ মঞ্চে নাচ, গান দেখে তাঁরাও দর্শকাসন থেকেই তাতে যোগ দেন ৷ রাতভর এভাবেই চলে হট্টগোল ৷ প্রশ্ন হল, স্কুল চত্বরে কি এভাবে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা যায় ?