পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

করোনা হলে কী করবেন, সচেতনতার পাঠ রায়গঞ্জের স্বেচ্ছাসেবী সংস্থার

উত্তর দিনাজপুরে শহরের পাশাপাশি গ্রামেও করোনার দাপটে অতিষ্ঠ গ্রামবাসী ৷ এই পরিস্থিতিতে গ্রামের মানুষকে সচেতন করতে এগিয়ে এল রায়গঞ্জের একটি স্বেচ্ছাসেবী সংস্থা ‘মুক্তির কান্ডারী ’। পাশাপাশি যে কোনওরকম পরিস্থিতিতে মানুষদের সাহায্যের প্রতিশ্রুতিও দেন তারা ৷ স্বেচ্ছাসেবী সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে জেলা প্রশাসন ৷

সচেতনতার পাঠ পড়াল রায়গঞ্জের স্বেচ্ছাসেবী সংস্থা
সচেতনতার পাঠ পড়াল রায়গঞ্জের স্বেচ্ছাসেবী সংস্থা

By

Published : May 20, 2021, 5:06 PM IST

রায়গঞ্জ, 20 মে : করোনার দ্বিতীয় ঢেউয়ের দাপটে জেরবার সাধারণ মানুষ ৷ শহরের পাশাপাশি গ্রামেও ছড়াচ্ছে সংক্রমণ ৷ উত্তর দিনাজপুরেও শহরের পাশাপাশি গ্রামেও বাড়ছে সংক্রমণের মাত্রা ৷ এই পরিস্থিতিতে গ্রামের মানুষকে সচেতন করতে এগিয়ে এল রায়গঞ্জের একটি স্বেচ্ছাসেবী সংস্থা ‘মুক্তির কান্ডারী’।

রায়গঞ্জ ব্লকের সাত নম্বর শীতগ্রাম গ্রাম পঞ্চায়েত ৷ এর অন্তর্গত কৃষ্ণমুড়ি, চাপড়া, ঘাঘরা, পানিশালা সহ বিস্তীর্ণ এলাকায় মাইকিংয়ের মাধ্যমে সচেতনতার বার্তা দিল সংস্থার যুবকরা ৷ পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে স্যানিটাইজও করেন তাঁরা ৷ শুধু বাড়ি নয়, গ্রামের বিভিন্ন বাজারেও এই প্রক্রিয়া চলে ৷ সংস্থার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন গ্রামেরই একদল যুবক ৷ স্থানীয়দের হাতে মাস্ক ও স্যানিটাইজ়ার বিলি করে মুক্তির কান্ডারী ৷

পাড়ায় ছলছে স্যানিটাইজ়িং এর কাজ

করোনায় সংক্রামিত হলে কী কী করণীয় আর কী কী নয় সেবিষয়েও এদিন প্রচার করা হয় ৷ পাশাপাশি যে কোনওরকম পরিস্থিতিতে মানুষদের সাহায্যের প্রতিশ্রুতিও দেন তারা ৷ স্বেচ্ছাসেবী সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে জেলা প্রশাসন ৷

দোকানে দোকানে চলছে স্যানিটাইজ়িং

আরও পড়ুন :পার্ক স্ট্রিটের বহুতলে শাড়ির গোডাউনে আগুন

ABOUT THE AUTHOR

...view details