পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রয়োজনীয় দ্রব্য পৌঁছাতে হোয়াটসঅ্য়াপ গ্রুপ খুললেন রায়গঞ্জের কাউন্সিলর - হোয়াটসঅ্যাপ

খোলা হয়েছে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। কারও কিছু প্রয়োজন হলে তিনি গ্রুপে লিখে দিচ্ছেন । তা দেখে দ্রুত বাড়ি বাড়ি সেসব পৌঁছে দিচ্ছেন কাউন্সিলর ও তাঁর দলের কর্মীরা।

medicine
ওষুধ

By

Published : Apr 21, 2020, 11:57 AM IST

রায়গঞ্জ, 21 এপ্রিল: কোরোনা মোকাবিলায় লকডাউন জারি রয়েছে গোটা দেশেই । বাইরে বেরোতে মানুষকে বারণ করা হচ্ছে । সংক্রমণের আশঙ্কা বেশি থেকে যায় অসুস্থ ও বয়স্ক মানুষদের । অসুবিধায় পড়ছেন তাঁরা । সমস্যায় পড়ছেন সাধারণ মানুষও । লকডাউনের কারণে সুবিধামতো বাড়ি থেকে বেরোতে পারছেন না তাঁরা । অনেক বয়স্ক মানুষের পরিবারের লোকজন ওষুধ কিনতে যেতে পারছেন না । কারণ কোথাও কাছাকাছি দোকানে ওষুধ মিলছে না । দূরের দোকানে মিললেও সেখানে যানবাহন ছাড়া যাওয়া সম্ভব না । এদিকে বন্ধ সব যানবাহনও । আবার নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে অনেক সময়ই ভিড় জমাচ্ছেন ক্রেতারা । প্রকারান্তরে সেইসব জায়গায় লকডাউন ভঙ্গ হচ্ছে । এইসব সমস্যা সমাধানে এগিয়ে এলেন রায়গঞ্জ পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার । লকডাউনে ঘরে আটকে থাকা বয়স্ক, অসুস্থ, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য উদ্যোগ নিলেন তিনি । খুললেন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ । প্রয়োজনীয় ওষুধ, খাদ্যসামগ্রীসহ অন্যান্য জিনিস বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতেই এই উদ্যোগ।

কারও কিছু প্রয়োজন হলে তিনি গ্রুপে লিখে দিচ্ছেন । আর তা দেখে দ্রুত বাড়ি বাড়ি সেসব পৌঁছে দিচ্ছেন কাউন্সিলর ও তাঁর দলের কর্মীরা । এই জন্য কোনও ডেলিভারি চার্জ নেওয়া হচ্ছে না । কাউন্সিলরের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা দীপা সান্যাল । বলেন, "এই উদ্যোগ রায়গঞ্জের সব কাউন্সিলরই যদি নেন তাহলে আর আমাদের বাড়ি থেকে বের হতে হবে না । পাশাপাশি এই কোরোনা সংক্রমণ থেকে রেহাই পাব ।"

পৌঁছে দেওয়া হচ্ছে প্রয়োজনীয় জিনিস

অন্যদিকে অরিন্দমবাবু বলেন, "লকডাউনে মানুষ গৃহবন্দী । 16 নম্বর ওয়ার্ডে অনেক বয়স্ক ও অসুস্থ মানুষ রয়েছেন । তাঁদের কথা ভেবেই এই ওয়ার্ডের কিছু কর্মীকে নিয়ে একটি হোয়াসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে । ওয়ার্ডের মানুষরা এই হোয়াসঅ্যাপ গ্রুপে তাঁদের কী লাগবে তা লিখে দিলেই বাড়িতে পৌঁছে যাবে । এর ফলে তাঁদের আর বাড়ি থেকে বের হতে হবে না । সেই কারণেই এই উদ্যোগ ।"

ABOUT THE AUTHOR

...view details