পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রধানমন্ত্রীর অশ্লীল ছবি পোস্ট , অধরা অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে BJP-র জেলা সভাপতি

সোশাল মিডিয়াতে প্রধানমন্ত্রীর অশ্লীল ছবি পোস্ট করার অভিযোগ জেলা জুড়ে আন্দোলন নামার হুমকি দিলেন BJP-র জেলা সভাপতি। তিনি দাবি জানিয়ে বলেন ,যারা এই কাজ করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবেই ৷

social
প্রধানমন্ত্রী

By

Published : May 7, 2020, 9:21 PM IST

রায়গঞ্জ, 7 মে : প্রধানমন্ত্রীর অশ্লীল ছবি বানিয়ে সোশাল মিডিয়াতে পোস্ট করেছে বলে অভিযোগ ওঠে ইসলামপুরের বাসিন্দা সঞ্জন দাস, রাহাত খান ও দাবিরুল হকের বিরুদ্ধে । বিষয়টি নজরে আসে ইসলামপুর টাউন মন্ডল কমিটির সভাপতি সন্দীপ ভট্টাচার্যের। সেইমতে সন্দীপবাবু গতমাসের ২৬ তারিখে ইসলামপুর থানায় সঞ্জন দাস, রাহাত খান ও দাবিরুল হক এদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের করার 11 দিন পেরিয়ে গেলেও ওই তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ ।

বিষয়টি নিয়ে জেলা BJP সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী জানিয়েছেন," দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অশ্লীল ছবি বানিয়ে সোশাল মিডিয়াতে পোস্ট করায় ঘটনায় ইসলামপুর থানায় ওই তিন দুষ্কৃতীকে বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পর তাদেরকে এখনও পুলিশ গ্রেপ্তার করতে পারেননি।" ইসলামপুর পুলিশ ও জেলা পুলিশ প্রশাসনকে হুশিয়ারি দিয়ে বিশ্বজিৎবাবু বলেন," অবিলম্বে ওই তিন দূস্কৃতীদের গ্রেপ্তার না করা হলে আগামীতে জেলা জুড়ে বৃহত্তর আন্দোলনের নামার হুমকিও দেন বিশ্বজিৎবাবু।"

ABOUT THE AUTHOR

...view details