পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নেই পরিচর্যা, হাসপাতালেই পড়ে মুখ্যমন্ত্রীর দেওয়া অ্যাম্বুলেন্স - ambulence

রোগীদের হাসপাতালে যাতায়াতের সুবিধার জন্য মুখ্যমন্ত্রী 4টি অ্যাম্বুলেন্স দিয়েছিলেন ৷ ব্যবহার না করার জেরে তার মধ্যে দু'টি অ্যাম্বুলেন্স পড়ে রয়েছে ৷

ছবি
ছবি

By

Published : Jul 28, 2020, 3:05 PM IST

রায়গঞ্জ, 28 জুলাই : রোগীদের হাসপাতালে যাতায়াতের সুবিধার জন্য মুখ্যমন্ত্রী 4টি অ্যাম্বুলেন্স দিয়েছিলেন ৷ কিন্তু তারমধ্যে দু'টি অ্যাম্বুলেন্স নষ্ট হয়ে পড়ে রয়েছে ৷ পাশাপাশি অভিযোগ উঠছে প্রতিদিনই অ্যাম্বুলেন্স দুটির যন্ত্রাংশ চুরি হচ্ছে ।

অকেজো হয়ে পড়ে থাকা অ্যাম্বুলেন্স

করণদিঘি বিধানসভায় 4টি আধুনিক অ্যাম্বুলেন্স দিয়েছিলেন মুখ্যমন্ত্রী । যার মধ্যে 2 টি অ্যাম্বুলেন্স চলছে । একটি ডালখোলা পৌরসভার ও অন্য একটি করণদিঘি 2 গ্রাম পঞ্চায়েত এলাকার ৷ কিন্তু বাকি দু'টি অ্যাম্বুলেন্স পড়ে রয়েছে করণদিঘি গ্রামীণ হাসপাতালে । স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে এলাকার বাসিন্দারা সকলেই জানেন ওই দুই অ্যাম্বুলেন্সের মধ্যে 1টি রসাখোয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের জন্য এবং 2টি করণদিঘি গ্রামীণ হাসপাতালের জন্য দেওয়া হয়েছিল । কিন্তু 2 টি অ্যাম্বুলেন্সর তত্বাবধানের দায়িত্ব কে নেবে তাই নিয়ে শুরু হয়েছে দ্বন্দ্ব ৷ একদিকে স্থানীয় বিধায়ক BMOH এর দিকে তাকিয়ে অপরদিকে জেলা স্বাস্থ্য বিভাগের কর্তা বলছেন তিনি বিধায়ককে বিষয়টি জানাবেন । কিন্তু কাজ এখনও কাজ এগোয়নি বলে অভিযোগ ৷

স্থানীয় করণদিঘি ব্যবসায়ী সমিতির সম্পাদক কৌশিক রায় বলেন, কোরোনার সময় অ্যাম্বুলেন্স জরুরি সাধারণ মানুষের জন্য । তবে কেন ওই অ্যাম্বুলেন্স দু'টি এভাবে ফেলে ফেলে নষ্ট করা হচ্ছে তা জানি না । পাশাপাশি অভিযোগ উঠছে এর যন্ত্রাংশও চুরি হয়ে যাচ্ছে । স্থানীয় তৃণমূল বিধায়ক মনোদেব সিনহা বলেন, " ওই অ্যাম্বুলেন্স চালানোর জন্য আমরা চেষ্টা চালাচ্ছি ।এই নিয়ে রোগী কল্যাণ সমিতির বৈঠকও হয়েছে । খুব তাড়াতাড়ি চূড়ান্ত সিদ্ধান্ত হবে । অন্যদিকে, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান বলেন, "বিষয়টি আমরা খতিয়ে দেখছি ।"

ABOUT THE AUTHOR

...view details