রায়গঞ্জ, 11 ডিসেম্বর: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছায়া রায়গঞ্জে ! এ বার রায়গঞ্জ মেডিক্যাল কলেজের হস্টেলে দ্বিতীয় বর্ষের পড়ুয়াদের একাংশকে শারীরিক ও মানসিক নিগ্রহের অভিযোগ উঠেছে তৃতীয় বর্ষের পড়ুয়াদের বিরুদ্ধে । এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত নিগৃহীত পড়ুয়ারা । তাঁদের ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ । যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে পালটা অভিযোগকারীদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছেন সিনিয়ররা । গোটা বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন রায়গঞ্জ মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ।
উল্লেখ্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের র্যাগিং কাণ্ড ঘিরে তোলপাড় হয়েছিল রাজ্য । শিক্ষাপ্রতিষ্ঠানে র্যাগিং রুখতে বেশকিছু পদক্ষেপও করা শুরু করে প্রশাসন । কিন্তু তারপরেও মাঝেমধ্যেই মাথাচাড়া দিয়ে উঠছে সিনিয়রদের দ্বারা জুনিয়রদের নিগ্রহের ঘটনা । এ বার এমনই অভিযোগ উঠল রায়গঞ্জ মেডিক্যাল কলেজের হস্টেলে ।
এমবিবিএস দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের একাংশ তাঁদের সিনিয়রদের বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতন করার অভিযোগে সরব হয়েছেন । গত রবিবার হস্টেল ক্যাম্পাসে একটি জন্মদিনের পার্টিতে সেলিব্রেশন ঘিরে ঝামেলার সূত্রপাত । নিগৃহীত মেডিক্যাল পড়ুয়াদের অভিযোগ, তাঁরা ওই দিন এক সহপাঠীর জন্মদিন সেলিব্রেট করছিলেন । তখনই সিনিয়র অর্থাৎ তৃতীয় বর্ষের কিছু পড়ুয়া তাঁদের বকাঝকা করেন । তখনকার মতো ঝামেলা মিটে গেলেও এই নিয়ে গত শুক্রবার গভীর রাতে তাঁদের ডেকে পাঠান সিনিয়ররা । অভিযোগ, এরপরই জুনিয়রদের সঙ্গে অভব্য আচরণ করা হয় । অকথ্য ভাষায় চলে গালিগালাজ । মারধর পর্যন্ত করা হয় বলে অভিযোগ ।
কোমল মীনা নামে এক জুনিয়ার ছাত্র জানান, সিনিয়ররা তাঁকে বেধড়ক মারধর করেন । তিনি অচৈতন্য হয়ে পড়েছিলেন । পরে জল ঢেলে তাঁকে সুস্থ করে আবার নির্যাতন করা হয় । তাঁদের আবার মারধরেরও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ । যার জেরে আতঙ্কিত রাজস্থানের বাসিন্দা এই মেডিক্যাল পড়ুয়া । নিরাপত্তার দাবি জানিয়েছেন তিনি ।