পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চাকুলিয়ায় ট্রাক্টর-বাইকের সংঘর্ষে মৃত 2 - 2 died in a road accident at raiganj

চাকুলিয়ার সাহাসপুরে ট্রাক্টর ও বাইকের সংঘর্ষে মৃত 2 ৷ পুলিশ ট্রাক্টর ও বাইক বাজেয়াপ্ত করেছে ৷ পুলিশি তদন্ত শুরু হয়েছে ৷

চাকুলিয়ায় ট্রাক্টর-বাইকের সংঘর্ষে মৃত 2
চাকুলিয়ায় ট্রাক্টর-বাইকের সংঘর্ষে মৃত 2

By

Published : Jun 14, 2021, 9:33 AM IST

রায়গঞ্জ, 14 জুন : ট্রাক্টর ও মোটর বাইকের সংঘর্ষ ৷ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই বাইক আরোহীর ৷ গতকাল উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানার সাহাসপুর এলাকার 31 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটেছে ৷ দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ ছিল ৷ চাকুলিয়া থানার পুলিশ বাইক ও ট্রাক্টর বাজেয়াপ্ত করেছে ৷

মৃতদের নাম কৌসর আলম ও খালেক আলম ৷ কানকির বাসিন্দা কৌসরের আত্মীয় বিহারের মহম্মদপুরের বাসিন্দা খালেক ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল ডালখোলায় কাজ সেরে কৌসর ও খালেক 31 নম্বর জাতীয় সড়ক ধরে মোটরবাইকে চেপে কানকিতে ফিরছিলেন ৷ সেইসময় সাহাসপুর এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের পিছনে ধাক্কা দেয় কৌসরের বাইকটি ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালক ও আরোহীর ৷

আরও পড়ুন : বারাসতে বাইকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত 2

খবর পেয়ে চাকুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে আসে ৷ স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ দেহ উদ্ধার করে ৷ দেহ কানকি স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয় ৷ সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করে ৷ দেহ দু‘টি ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় ৷ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details