রায়গঞ্জ, 7 ফেব্রুয়ারি : তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার স্থান বদল ৷ 10 ফেব্রুয়ারি কালিয়াগঞ্জের চান্দোইল ফুটবল মাঠে জনসভা করার কথা ছিল তাঁর ৷ সেই সভাস্থল বদল করে রায়গঞ্জ স্টেডিয়াম করা হয়েছে ৷ তার আগে এদিন রায়গঞ্জ পলিটেকনিক কলেজের মাঠে মমতার হেলিকপ্টার নামার মহড়া করা হয়েছে ৷
আরও পড়ুন : জলপাইগুড়ি পৌঁছালেন মমতা
মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা আজ রায়গঞ্জ স্টেডিয়াম পরিদর্শন করেন । একই সঙ্গে রায়গঞ্জ পলিটেকনিক কলেজের মাঠে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা দায়িত্বে থাকা আধিকারিকরা হেলিকপ্টার নিয়ে পরিদর্শনে আসেন। সভাস্থলের প্রস্তুতি খতিয়ে দেখতে রায়গঞ্জ স্টেডিয়াম পরিদর্শনে যান উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা, রায়গঞ্জ পুলিশ জেলার সুপার সুমিত কুমার, রায়গঞ্জের মহকুমা শাসক অর্ঘ্য ঘোষ, রায়গঞ্জ পৌরসভার বিদায়ী চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস ৷
এছাড়াও ছিলেন উত্তর দিনাজপুরের তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল সহ দলের শীর্ষ নেতারা।