রায়গঞ্জ, 4 নভেম্বর : ইটাহারের নবনির্মিত বাসস্ট্যান্ড উদ্বোধন করার কথা পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর । তবে তা উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে বাসস্ট্যান্ডটি উদ্বোধন করেন। এই নিযে নতুন করে জল্পনা শুরু হয়েছে ।
শুভেন্দুর বদলে ইটাহারের বাসস্ট্যান্ডের উদ্বোধন মমতার
ইটাহারের নবনির্মিত বাসস্ট্যান্ড উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ভার্চুয়াল মাধ্যমে এই বাসস্ট্যান্ড উদ্বোধন করেন । বাসস্ট্যান্ডটি উদ্বোধন করার কথা ছিল পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এই নিয়ে নানা মহলে থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে।
ইটাহার ব্লকের তৈরি হওয়া বাসস্ট্যান্ডটি 5 নভেম্বর উদ্বোধন করার কথা ছিল পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সে জায়গায় একদিন আগে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই বাসস্ট্যান্ডে উদ্বোধন করায় নানা মহলে থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও ইটাহারে তৃণমূল বিধায়ক অমল আচার্যের দাবি, কোনও বিতর্ক নয়, পরিবহন মন্ত্রীও বিষয়টি পুরোপুরি জানেন। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে ইটাহারের দীর্ঘদিন ধরে তৈরি হয়ে থাকা বাসস্ট্যান্ড উদ্বোধন করেন। বহুদিন ধরেই এই বাসস্ট্যান্ডের দাবি ছিল স্থানীয়দের। প্রায় আট কোটি টাকা খরচ করে এটি তৈরি করা হয়েছে।
স্থানীয়দের বক্তব্য, বাসস্ট্যান্ড না থাকার কারণে রাস্তার উপর দাঁড়িয়ে ঝুঁকিপূর্ণভাবে গাড়ি ধরতে বাধ্য হতেন তাঁরা। সেই সমস্যা মেটানোর জন্য পরিবহন দপ্তরের টাকায় বাসস্ট্যান্ড তৈরি করা হয়েছে। যদিও উদ্বোধন নিয়ে বেশ কিছুদিন আগে থেকেই কানাঘুষো শোনা যাচ্ছিল, পরিবহনমন্ত্রীর কারণেই বাসস্ট্যান্ড মার্চ মাসে তৈরি হয়ে যাওয়া সত্ত্বেও উদ্বোধন হয়নি। বিভিন্ন সময়ে সময় দিয়েও সেখানে উপস্থিত হতে পারেনি পরিবহনমন্ত্রী। শেষপর্যন্ত এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাসস্ট্যান্ডের উদ্বোধন করেন। যদিও সমস্ত বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেছেন ইটাহারে বিধায়ক। তাঁর দাবি, পরিবহনমন্ত্রী সময় দিতে না পারার কারণে মুখ্যমন্ত্রী নিজে থেকেই এই উদ্বোধন করেছেন। পরিবহনমন্ত্রীও বিষয়টি ভালোভাবেই জানেন। কোনও সমস্যা কোন জায়গা নেই। এদিনই ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে ইটাহার থেকে কলকাতা যাওয়ার সকালের AC ভলভো বাস চালু করার সম্মতি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।উদ্বোধন প্রসঙ্গে অমলবাবু বলেন, "দীর্ঘদিন ধরেই বাসস্ট্যান্ড তৈরি হয়ে পড়েছিল। তবে পরিবহনমন্ত্রী বিভিন্ন সময়ে নিজেও অসুস্থ থাকায় এবং অনেক সময় ব্যস্ত থাকার কারণে তিনি তা উদ্বোধন করতে পারেননি। অবশেষে মুখ্যমন্ত্রী গতকাল জরুরি ভিত্তিতে এই স্থানটি উদ্বোধন করার জন্য জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেন। শেষমেষ একদিন আগেই বাসস্ট্যান্ডটি চালু করেছেন। এতে বিতর্কে কিছু নেই।"