রায়গঞ্জ, 7 নভেম্বর: প্রদীপ ছাড়া অম্পূণ দীপাবলি ৷ তবে এখন এলইডি লাইট বাজার দখল করলেও, মাটির প্রদীপের ঐতিহ্যই আলাদা । তাই এই উৎসবে যে মাটির প্রদীপের চাহিদা থাকবে তা বলার অপেক্ষা রাখে না ৷ আধুনিতকার যুগে সাধারণ প্রদীপের থেকে ডিজাইনার মাটির প্রদীপের চাহিদা অনেকটাই বেড়েছে ৷ সেই চাহিদার জোগান দিচ্ছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে তৈরি মাটির প্রদীপ ৷
মেশিনে তৈরি এই মাটির প্রদীপ পাড়ি দিচ্ছে মহারাষ্ট্রে ৷ তাই কারিগরদের এখন বড্ড কাজের চাপ । এই চিত্র ধরা পরল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের সুভাষগঞ্জের পালপাড়া এলাকায় । সারা বছর প্রদীপের চাহিদা খুব একটা না থাকলেও দীপাবলির সময় মাটির তৈরি প্রদীপের চাহিদা বৃদ্ধি পায় প্রায় 10 গুণ। সেই চাহিদা মেটাতে নাওয়া-খাওয়া ভুলেছেন প্রদীপ শিল্পীরা । তবে এই বছর হাতে নয় মেশিনে তৈরি হচ্ছে মাটির প্রদীপ পাড়ি দিচ্ছে বিহার, মহারাষ্ট্রে । বিশেষ করে মহারাষ্ট্রে সব থেকে বেশি বাংলার মাটির প্রদীপের চাহিদা সর্বাধিক। এমনটাই জানিয়েছেন প্রদীপ ব্যবসায়ী সমীর সাহা ।