পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Clay Lamps Demand: রায়গঞ্জের মেশিনে তৈরি ডিজাইনার মাটির প্রদীপ পাড়ি দিল মহারাষ্ট্রে

রায়গঞ্জে তৈরি মাটির প্রদীপ পাড়ি দিচ্ছে মহারাষ্ট্রে। দীপাবলির প্রাক্কালে ব্যস্ততা তুঙ্গে প্রদীপ কারিগরদের। মেশিনে দিনে 400 থেকে 500টি প্রদীপ তৈরি করেন কারিগররা ৷

Clay Lamps Demand
রায়গঞ্জে তৈরি মাটির প্রদীপ পাড়ি দিচ্ছে মহারাষ্ট্রে

By ETV Bharat Bangla Team

Published : Nov 7, 2023, 9:19 PM IST

রায়গঞ্জে তৈরি মাটির প্রদীপ পাড়ি দিচ্ছে মহারাষ্ট্রে

রায়গঞ্জ, 7 নভেম্বর: প্রদীপ ছাড়া অম্পূণ দীপাবলি ৷ তবে এখন এলইডি লাইট বাজার দখল করলেও, মাটির প্রদীপের ঐতিহ্যই আলাদা । তাই এই উৎসবে যে মাটির প্রদীপের চাহিদা থাকবে তা বলার অপেক্ষা রাখে না ৷ আধুনিতকার যুগে সাধারণ প্রদীপের থেকে ডিজাইনার মাটির প্রদীপের চাহিদা অনেকটাই বেড়েছে ৷ সেই চাহিদার জোগান দিচ্ছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে তৈরি মাটির প্রদীপ ৷

মেশিনে তৈরি এই মাটির প্রদীপ পাড়ি দিচ্ছে মহারাষ্ট্রে ৷ তাই কারিগরদের এখন বড্ড কাজের চাপ । এই চিত্র ধরা পরল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের সুভাষগঞ্জের পালপাড়া এলাকায় । সারা বছর প্রদীপের চাহিদা খুব একটা না থাকলেও দীপাবলির সময় মাটির তৈরি প্রদীপের চাহিদা বৃদ্ধি পায় প্রায় 10 গুণ। সেই চাহিদা মেটাতে নাওয়া-খাওয়া ভুলেছেন প্রদীপ শিল্পীরা । তবে এই বছর হাতে নয় মেশিনে তৈরি হচ্ছে মাটির প্রদীপ পাড়ি দিচ্ছে বিহার, মহারাষ্ট্রে । বিশেষ করে মহারাষ্ট্রে সব থেকে বেশি বাংলার মাটির প্রদীপের চাহিদা সর্বাধিক। এমনটাই জানিয়েছেন প্রদীপ ব্যবসায়ী সমীর সাহা ।

আরও পড়ুন:চিরাচরিত প্রদীপের চাহিদা কম, মাটির উপর কারুকার্যই ভরসা মৃৎশিল্পীদের

এই প্রসঙ্গেই ব্যবসায়ী প্রদীপ সাহা বলেন, "ব্যাঙ্ক থেকে লোন নিয়ে প্রদীপ তৈরীর জন্য 7-8টি মেশিন কিনেছেন তিনি ।এই মেশিনেই তৈরি হচ্ছে ডিজাইনের মাটির প্রদীপ । সময়ও লাগছে কম ৷ 1টাকা থেকে শুরু করে 200 টাকায় দামে বিক্রি হচ্ছে প্রদীপ ৷ 24 জন কারিগর প্রদীপ তৈরির কাজ করছে ৷ তারমধ্যে 21 জনই মহিলা কারিগর ৷" এই ব্যবাসায়ীর কথার রেশ টেনেই কারখানার এক মহিলা কারিগর জানান, দিনে 400 থেকে 500টি প্রদীপ তৈরি করেন তাঁরা। কালী পুজোর সময় কাজের চাপ বেশি । তবে হাতে তৈরির থেকে মেশিনে তৈরি আরও সহজ ৷ আর তৈরিও হয় বেশি ৷ এই প্রদীপ তৈরি করে লাভের মুখ দেখছেন তারাও।

ABOUT THE AUTHOR

...view details