রায়গঞ্জ, 18 ফেব্রুয়ারি : চার বছরের শিশুকে গুলি করল তারই বাবা । বুধবার রাত সাড়ে 11টা নাগাদ চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রায়গঞ্জ ব্লকের 8নং বাহিন গ্রাম পঞ্চায়েতের ঝিটকিয়া গ্রামে । গুলিবিদ্ধ অবস্থায় শিশুটিকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত পিতা ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর নাম সাহিল শেখ, বয়স 4 বছর । অভিযোগ গতকাল রাতে ছেলের মাথায় গুলি করে তার বাবা নাস্তার আলি। মৃত শিশুর মামা শামসুদ্দিন আহমেদ জানিয়েছেন, বিয়ের পর থেকেই নানাভাবে স্ত্রীর সঙ্গে বিবাদ লেগে থাকত নাস্তারের। কিছুদিন ধরেই তা চরমে ওঠে। সেই বিবাদের জেরেই আজ মত্ত অবস্থায় নাস্তার আলি তার ছেলেকে খুন করে বলে অভিযোগ। তিনি আরও জানান, নাস্তার তাঁর বোনকে বিয়ের পর থেকেই মাঝে মধ্যেই বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিত ৷ টাকা আনতে রাজি না হলে, তাঁকে খুনের হুমকি দিত বলেও অভিযোগ করেছেন শামসুদ্দিন ৷
স্ত্রীর সঙ্গে বিবাদ, 4 বছরের শিশুকে গুলি বাবার!
স্ত্রীর সঙ্গে বিবাদের জেরে 4 বছরের শিশুকে গুলি করে হত্যার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে ৷ ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত নাস্তার আলি ৷ সে পণের টাকার জন্য স্ত্রীর উপর অত্যাচার করত বলে অভিযোগ নিহত শিশুর মামার ৷
আরও পড়ুন : খড়্গপুরে পেট্রল পাম্পে গুলি চালিয়ে লুট 70 হাজার টাকা
এদিনও বাপের বাড়ি থেকে টাকা আনার ব্যাপারে গণ্ডগোল শুরু হয় দু’জনের মধ্যে ৷ আর সেই ঝামেলার জেরে কেন্দ্র করেই স্ত্রীকে গুলি করতে যায় নাস্তার ৷ তখনই শিশুর মাথায় গুলি লাগে বলে অভিযোগ ৷ গুলি লাগার পর গুরুতর জখম অবস্থায় শিশুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে, চিকিৎসক ওই শিশুকে মৃত বলে ঘোষণা করেন ৷ রায়গঞ্জ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নাস্তারের কাছে আগ্নেয়াস্ত্র কীভাবে এল ? এবং সেটি লাইসেন্স প্রাপ্ত কি না ? তাও ক্ষতিয়ে দেখছে পুলিশ ৷ দেহটি রায়গঞ্জ মেডিকেলের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ তবে, ঘটনার পর থেকেই অভিযুক্ত নাস্তার আলি পলাতক।