পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ইসলামপুরে জোর করে যুবতির ঘরে ঢোকার চেষ্টা, অভিযুক্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান

ইসলামপুরে কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান জোর করে এক যুবতির ঘরে ঢোকার চেষ্টা করে। স্থানীয়দের অভিযোগ, কোনও খারাপ অভিসন্ধি ছিল ওই জওয়ানের। পরে স্থানীয়রা এলাকার ভোটকেন্দ্রে মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর সামনে বিক্ষোভ দেখান।

স্থানীয়দের বিক্ষোভ

By

Published : Apr 18, 2019, 3:00 AM IST

ইসলামপুর, 18 এপ্রিল : কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের বিরুদ্ধে জোর করে যুবতির ঘরে ঢোকার অভিযোগ উঠল। স্থানীয়দের অভিযোগ, যুবতিকে ধর্ষণের অভিসন্ধি নিয়েই ওই জওয়ান ঘরে ঢোকার চেষ্টা করেছিলেন। ঘটনাটি উত্তর দিনাজপুরের ইসলামপুরের।

রাজ্যে আজ দ্বিতীয় দফার নির্বাচন। দ্বিতীয় দফায় নির্বাচন উত্তরবঙ্গের তিনটি আসনে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে। নির্বাচনের কারণে রায়গঞ্জ লোকসভার বিভিন্ন ভোটকেন্দ্রে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী।

যুবতির পরিবারের অভিযোগ, কোনও খারাপ অভিসন্ধি নিয়েই গতকাল রাতে ওই জওয়ান যুবতির ঘরে ঢোকার চেষ্টা করেছিল। কিন্তু, পরিবারের লোকজনের বাধায় আর ঢুকতে পারেনি।

বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা এলাকার ভোটকেন্দ্রে মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর সামনে বিক্ষোভ দেখান। শেষে অভিযুক্ত জওয়ানকে সরিয়ে নেওয়া হয়। সেইসঙ্গে কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে অভিযুক্ত জওয়ানের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানাতে বলা হয় ওই যুবতির পরিবারকে।

ABOUT THE AUTHOR

...view details