পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টাকা লুটের উদ্দেশ্যে ব্যবসায়ীকে গুলি রায়গঞ্জে

ছিনতাইয়ের উদ্দেশ্যে গতরাতে এক ওষুধ ব্যবসায়ীকে গুলি করল দুষ্কৃতীরা ৷ ওই ঘটনার জেরে তিনি রক্তাক্ত অবস্থায় রাস্তার ধারে পড়ে যান। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয় । পুলিশ ঘটনাস্থান থেকে ওই ব্যবসায়ীর বাইক উদ্ধার করেছে।

shot in Raiganj
ব্যাবসায়ীকে গুলি

By

Published : Jan 30, 2020, 1:09 PM IST

রায়গঞ্জ ,30 জানুয়ারি : ছিনতাইয়ের উদ্দেশ্যে গতরাতে এক ওষুধ ব্যবসায়ীকে গুলি করল দুষ্কৃতীরা। গতরাত আটটা নাগাদ এই ঘটনাটি ঘটে রায়গঞ্জ থানার ভাঙাবাড়ি এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে। পুলিশ জানিয়েছে, বছর চল্লিশের জখম ওই ওষুধ ব্যবসায়ীর নাম সুশান্ত সরকার। তাঁর বাড়ি হেমতাবাদ সদর এলাকায়। রায়গঞ্জ শহরের উকিলপাড়া এলাকায় সুশান্তর ওষুধের দোকান রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যবসায়ীকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করানো হয়েছে।পরে তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, দুষ্কৃতীরা টাকা ছিনতাই করার জন্য ওই ব্যবসায়ীকে গুলি করে খুনের চেষ্টা করেছে।

পুলিশ জানিয়েছে, সুশান্তবাবু উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন এলাকার দোকানে ওষুধ সরবরাহ করেন। সেই ওষুধের টাকা আনতে এদিন দুপুরে তিনি হেমতাবাদ থেকে মোটরবাইকে চেপে করণদিঘির রসাখোয়া লাগোয়া সোলপাড়া এলাকার একটি ওষুধের দোকানে গিয়েছিলেন । সেখান থেকে টাকা নিয়ে তিনি বাইকে চেপে হেমতাবাদে ফিরছিলেন । অভিযোগ, সেইসময় ভাঙাবাড়ি এলাকার জাতীয় সড়কে দুষ্কৃতীরা পিছন থেকে তাঁকে লক্ষ্য করে গুলি করে । সুশান্তর পীঠে গুলি লাগে । ওই ঘটনার জেরে তিনি রক্তাক্ত অবস্থায় রাস্তার ধারে পড়ে যান। বাসিন্দারা এরপর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন । পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যবসায়ীর বাইক উদ্ধার করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

ABOUT THE AUTHOR

...view details