পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Diesel Price Hike Protest : মিষ্টি খাইয়ে ডিজ়েলের সেঞ্চুরির প্রতিবাদ রায়গঞ্জের বাসকর্মীদের - Diesel

পেট্রলের পর এবার ডিজ়েল ৷ লিটারপ্রতি ডিজ়েলের দাম 100 টাকার গণ্ডি পার হতেই প্রতিবাদ শুরু হয়েছে ৷ ডিজ়েলের মূল্যবৃদ্ধির জেরে পথচলতি মানুষ ও বাস কর্মীদের মিষ্টি খাইয়ে অভিনব প্রতিবাদে সামিল রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ডের মোটরকর্মী সংগঠনের কর্মী ও বাস মিনিবাস কর্মীরা ৷

Diesel Price Hike Protest
Diesel Price Hike Protest

By

Published : Oct 28, 2021, 10:14 AM IST

রায়গঞ্জ, 28 অক্টোবর : পেট্রল তো আগেই পার করে গিয়েছে সেঞ্চুরি ৷ এবার ডিজেলের দামও লিটার প্রতি 100 টাকা হয়ে যাওয়ায় মিষ্টিমুখের মাধ্যমে অভিনব প্রতিবাদ জানাল তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ডের মোটরকর্মী সংগঠনের কর্মী ও বাস মিনিবাস কর্মীরা । কেন্দ্রের মোদি সরকারের তীব্র সমালোচনা করে উত্তর দিনাজপুর জেলা মোটরকর্মী সংগঠনের সাধারণ সম্পাদক রবীন রাহা বলেন, "বিজেপির সব কা সাথ সব কা বিকাশের আজ এই নমুনা । এই জন্যই মোটরকর্মীদের পক্ষ থেকে মিষ্টিমুখ করে ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করা হল ।"

মিষ্টি খাইয়ে ডিজেলের সেঞ্চুরির অভিনব প্রতিবাদ রায়গঞ্জে
পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বুধবার কেন্দ্রের বিজেপি সরকারের প্রতি ধিক্কার জানিয়ে সাধারণ মানুষ ও কর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করেন মোটরকর্মীরা । এই বিষয়ে বাস ও মোটরকর্মীরা জানান, ডিজেলের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে রাস্তায় বাস ও অন্যান্য যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গিয়েছে । ক্ষতির মুখে পড়েছেন বাস ও অন্যান্য যানবাহন মালিকেরা । বিপর্যস্ত হয়ে পড়েছে পরিবহন ব্যবস্থা ।

জেলা তৃণমূল কংগ্রেস নেতা অরিন্দম সরকার বলেন, "কেন্দ্রের বিজেপি সরকার মানুষের স্বার্থে কোনও কাজ করে না । এটা একটা সাম্প্রদায়িক দল ।" বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার এই বিষয়ে জানান, পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি রোধে জিএসটি চালু করার চেষ্টা করেছিল কেন্দ্রীয় সরকার । কিন্তু এই রাজ্য সরকার তাতে বাধা দেওয়ায় এই মূল্যবৃদ্ধির কারণ ।

ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিষ্টি খাইয়ে প্রতিবাদ জানালেন রায়গঞ্জের বাসকর্মীরা

আরও পড়ুন :Congress Protest : জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে 14 নভেম্বর থেকে রাস্তায় কংগ্রেস

ABOUT THE AUTHOR

...view details