পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হিংসা ও সন্ত্রাসের প্রতিবাদে রায়গঞ্জে বিজেপির মৌন মিছিল - বিজেপির মৌন মিছিল

ভোটের পর থেকেই রাজ্যজুড়ে সন্ত্রাস আর হিংসা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস ৷ আর তাতে আক্রান্ত হচ্ছেন বিজেপি কর্মীরা ৷ এমটাই দাবি গেরুয়া শিবিরের ৷ এর প্রতিবাদে রায়গঞ্জ শহরে মৌন মিছিল করল উত্তর দিনাজপুর জেলা বিজেপি ৷

wb_ndin_01_silence_rally_bjp_raiganj_wb10021
হিংসা ও সন্ত্রাসের প্রতিবাদে রায়গঞ্জে বিজেপির মৌন মিছিল

By

Published : May 8, 2021, 3:35 PM IST

রায়গঞ্জ, 8 মে :রাজ্যজুড়ে সন্ত্রাস আর হিংসা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস ৷ এমনটাই অভিযোগ বিরোধী বিজেপির ৷ যার প্রতিবাদে রায়গঞ্জ শহরে মৌন মিছিল করল উত্তর দিনাজপুর জেলা বিজেপি ৷

শনিবার সকালে রায়গঞ্জ শহরের মহাত্মা গান্ধি রোডে বিজেপির জেলা কার্যালয় থেকে বিজেপির এই মৌন মিছিল শুরু হয় ৷ তারপর গোটা রায়গঞ্জ শহরের রাজপথ পরিক্রমা করেন মিছিলে অংশগ্রহণকারীরা ৷ এরপর শহরের শিলিগুড়ি মোড়ে পৌঁছে শেষ হয় মিছিল ৷

ভোট পরবর্তী সময়ে রাজ্যজুড়ে রাজনৈতিক হিংসা ও হানাহানির প্রতিবাদেই এই মৌন মিছিল ৷ এমনটাই জানিয়েছেন বিজেপির উত্তর দিনাজপুর জেলার সভাপতি বাসুদেব সরকার ৷

এই প্রসঙ্গে বাসুদেবের বক্তব্য, বিধানসভা ভোটের ফল ঘোষণার পর পশ্চিমবঙ্গজুড়ে সন্ত্রাস ও হিংসা চালাচ্ছে রাজ্য়ের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ রাজ্য তথা উত্তর দিনাজপুর জেলাজুড়ে যে রাজনৈতিক হিংসা ও হানাহানি শুরু হয়েছে, তারই প্রতিবাদে উত্তর দিনাজপুর জেলা বিজেপির পক্ষ থেকে রায়গঞ্জ শহরে মৌন মিছিল করা হল ৷

আরও পড়ুন :ঘরছাড়া সিপিএম কর্মীদের ঘরে ফেরালেন তৃণমূল বিধায়ক

বিজেপির অভিযোগ, তৃণমূলের সন্ত্রাসে রাজ্য়ের সর্বত্রই আক্রান্ত হচ্ছেন তাদের দলের কর্মীরা ৷ অবিলম্বে এই হামলা বন্ধ না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনে নামা হবে বলে জানিয়েছে উত্তর দিনাজপুর জেলা বিজেপি নেতৃত্ব ৷

ABOUT THE AUTHOR

...view details