পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উঠোনে পিস্তল রেখে ঘুমোচ্ছিলেন যুবমোর্চা নেতা? গ্রেপ্তার করল পুলিশ - illegal arms

বাড়িতে বেআইনি অস্ত্র ও বোমা মজুত রাখার অভিযোগে BJP-র উত্তর দিনাজপুর জেলা যুবমোর্চার সভাপতিকে গ্রেপ্তার করল পুলিশ।

ভক্ত কুমার রায়

By

Published : Mar 10, 2019, 2:42 PM IST

রায়গঞ্জ, ১০ মার্চ : বাড়িতে বেআইনি অস্ত্র ও বোমা মজুত রাখার অভিযোগে BJP-র উত্তর দিনাজপুর জেলা যুবমোর্চার সভাপতিকে গ্রেপ্তার করল পুলিশ। গতরাতে উত্তর দিনাজপুর জেলা যুবমোর্চার সভাপতি ভক্ত কুমার রায়ের বাড়িতে অভিযান চালায় পুলিশ। তার বাড়ি থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও একটি প্লাস্টিকের ব্যাগ ভরতি বোমা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ তাকে রায়গঞ্জ আদালতে তোলা হবে।

গতরাত দেড়টা নাগাদ পুলিশ ভক্ত কুমারের বাড়ি থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার করে। সেইসময়ে সে নিজের ঘরেই ছিল। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে। উত্তর দিনাজপুরের পুলিশ সুপার সুমিত কুমার বলেন, "বেআইনি অস্ত্র রাখার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ভক্তকুমারকে। কেন তিনি এই অস্ত্র রেখেছিলেন তার তদন্ত শুরু হয়েছে।

BJP নেতা প্রদীপ সরকার বলেন, "গতকাল শুভেন্দু অধিকারী জেলায় এসেছিলেন। তারপরই গ্রেপ্তার করা হল ভক্তকে। এটা পুলিশ ও শাসকদলের চক্রান্ত।"

লোকসভা নির্বাচনের তৃণমূল এই চক্রান্ত করছে। একটা মানুষ কখনও উঠোনে পিস্তল রেখে ঘুমায় না। পুলিশ নাকি ভক্তের বাড়ির উঠোন থেকে পিস্তল উদ্ধার করেছে। আমরা ধৃতের নিঃশর্ত মুক্তি দাবি করছি। তাঁকে না ছাড়া হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।"

ভক্তকুমার বলেন, "পুলিশই আমার বাড়িতে পিস্তল ও বোমা রেখে আমাকে ফাঁসিয়েছে।"

ABOUT THE AUTHOR

...view details