পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ইসলামপুরে বাইক র‍্যালির মাধ্যমে ‘আর নয় অন্যায়’ কর্মসূচি পালন বিজেপির

বিজেপির ‘আর নয় অন্য়ায়’ কর্মসূচি উপলক্ষে বাইক র‍্যালি৷ সোমবার উত্তর দিনাজপুর জেলা বিজেপির এই কর্মসূচিতে যোগদান করেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরি৷ বিজেপির এই কর্মসূচিকে আমল দিতে নারাজ তৃণমূল কংগ্রেস৷

bjp bike rally in islampur
ইসলামপুরে বিজেপির বাইকর‍্যালি

By

Published : Jan 25, 2021, 7:49 PM IST

রায়গঞ্জ, 25 জানুয়ারি : সুবিশাল বাইক র‍্যালির মাধ্যমে ইসলামপুরে ‘আর নয় অন্যায়’ কর্মসূচি পালন করল উত্তর দিনাজপুর জেলা বিজেপি। তাতে অংশগ্রহণ করেন রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরি৷ উপস্থিত ছিলেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার-সহ জেলা বিজেপির শীর্ষ নেতারাও। তিনদিন ধরে উত্তর দিনাজপুর জেলা বিজেপি মোটরবাইক র‍্যালির মাধ্যমে ‘আর নয় অন্যায়’ কর্মসূচি পালন করছে।

সোমবার ইসলামপুরের শ্রীকৃষ্ণপুর থেকে কয়েক হাজার মোটরবাইকের র‍্যালি করে দাঁড়িভিট, কালনাগিন গ্রাম ঘুরে ‘আর নয় অন্যায়’ কর্মসূচি পালন করে বিজেপি।

দেবশ্রী চৌধুরি বলেন, ‘‘যেভাবে হাজার হাজার যুবক এবং সাধারণ মানুষ বিজেপির ‘‘আর নয় অন্য়ায়’’ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, তাতেই বোঝা যাচ্ছে বাংলায় এবার মানুষ পরিবর্তন চাইছে। বাংলায় এবার ক্ষমতায় বিজেপি আসছেই৷ আর এটা বুঝতে পেরেই তৃণমূল কংগ্রেস থেকে বিধায়ক ও নেতারা বিজেপিতে যোগদান করছেন।’’

আরও পড়ুন:বিজেপি কর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

যদিও বিজেপির এই বাইক র‍্যালি নিয়ে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, ‘‘বাইকর‍্যালি করে ক্ষমতায় আসা যায় না। মানুষের মনে জায়গা পেতে হলে তাদের পাশে থাকতে হবে, তাদের উন্নয়ন করতে হবে। তৃণমূল কংগ্রেসের সংগঠন আছে৷ যে সংগঠন সারাবছর মানুষের পাশে থাকে। বাইক র‍্যালি করাটা কোনও ব্যাপার নয়। তৃণমূল কংগ্রেস মনে করলে পাঁচ হাজার বাইকের র‍্যালি করতে পারে।

ABOUT THE AUTHOR

...view details