রায়গঞ্জ, ১৬ ফেব্রুয়ারি : দাড়িভিট স্কুলে বিক্ষোভের সময় গুলিবিদ্ধ হয়েছিল সে। সেই 'ক্ষত' নিয়েই মাধ্যমিক পরীক্ষায় বসল দাড়িভিট হাইস্কুলের ছাত্র বিপ্লব সরকার। এবছর দাড়িভিট বিদ্যালয় থেকে মোট ২৫৪ জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় বসেছে।
দাড়িভিট হাইস্কুলে ছাত্র বিক্ষোভের সময় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় রাজেশ সরকার ও তাপস বর্মণ নামে স্কুলের দুই প্রাক্তন ছাত্রের। CBI তদন্তের দাবিতে দীর্ঘ দু'মাস স্কুল বন্ধ রাখে নিহতের পরিবার। অনিশ্চিত হয়ে পড়েছিল মাধ্যমিক পরীক্ষার্থীদের ভবিষ্যৎ। অবশেষে মহকুমাশাসক সর্বদলীয় বৈঠক করে স্কুল খোলার সিদ্ধান্ত নেন। ফর্ম ফিল আপ করে মাধ্যমিক পরীক্ষার্থীরা। আজ শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষায় বসেছে দাড়িভিট হাইস্কুলের পরীক্ষার্থীরা। এই পরীক্ষার্থীদের মধ্যে রয়েছে বিপ্লব সরকারও।