পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

একাধিক ফ্লেক্স-ব্যানার থেকে BJP প্রার্থীর ছবি উধাও, অভিযুক্ত তৃণমূল - tmc

BJP নেতা সুরজিৎ সেন বলেন, "আমাদের প্রার্থীর ব্যানার থেকে তাঁর ছবি কেটে ফেলা হয়েছে । তৃণমূল কংগ্রেসের সদস্যরাই এই কাণ্ড ঘটিয়েছে । আমরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছি । এর আগেও বিভিন্ন এলাকায় BJP কর্মীদের হুমকি দিয়েছে তৃণমূল কর্মীরা ।"

একাধিক ফ্লেক্স-ব্যানার থেকে BJP প্রার্থীর ছবি উধাও

By

Published : May 13, 2019, 9:44 PM IST

Updated : May 13, 2019, 9:52 PM IST

ইসলামপুর,13 মে : একাধিক ফ্লেক্স-ব্যানার থেকে BJP প্রার্থীর ছবি উধাও । অভিযোগ, তৃণমূল কংগ্রেসের তরফে এই কাজ করা হয়েছে । তবে তৃণমূলের দাবি, সাধারণ মানুষ পাশে নেই তাই প্রচারে আসতে BJP নিজেরাই এই করেছে । তবে, BJP-র তরফে সমস্ত বিষয়টি নির্বাচন কমিশনকে জানিয়ে লিখিত অভিযোগ করা হয়েছে ।

আগামী 19 মে ইসলামপুর বিধানসভার উপনির্বাচন । তার আগে আজ দুপুরে দেখা যায়, ইসলামপুরের বিভিন্ন এলাকায় BJP প্রার্থী সৌম্যরূপ মণ্ডলের সমর্থনে লাগানো ব্যানার থেকে তাঁর ছবি কেটে নেওয়া হয়েছে । বেশ কয়েকটি জায়গায় একই ঘটনা ঘটেছে । BJP-র দাবি তৃণমূল কংগ্রেস কর্মীরাই এই কাজ করেছে । যদিও, তৃণমূল নেতাদের দাবি শুধুমাত্র প্রচারে আসার জন্যই এই কাজ করেছে BJP ।

এই বিষয়ে BJP উত্তর দিনাজপুর জেলার সহ-সভাপতি সুরজিৎ সেন বলেন, "আমাদের প্রার্থীর ব্যানার থেকে তার ছবি কেটে ফেলা হয়েছে । তৃণমূল কংগ্রেস সদস্যরা এই কাণ্ড ঘটিয়েছে । আমরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছি । এর আগেও বিভিন্ন এলাকায় BJP কর্মীদের হুমকি দিয়েছে তৃণমূল কর্মীরা ।"

একাধিক ফ্লেক্স-ব্যানার থেকে BJP প্রার্থীর ছবি উধাও

যদিও, সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেসের ইসলামপুর ব্লক প্রেসিডেন্ট জাকির হুসেন বলেন, "ওরা নিজেরাই ব্যানার ছিঁড়েছে । BJP-র তো চরিত্রই এটা । এখানে তো BJP-ই নেই । যেখানে হাড্ডাহাড্ডি লড়াই হয় সেখানে এসব সম্ভব । কিন্তু ওদের জনসমর্থন নেই তাই এসব করে গণমাধ্যমের মাধ্যমে প্রচারে আসতে চাইছে ।"

Last Updated : May 13, 2019, 9:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details