পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রায়গঞ্জ মহকুমার 5 তৃণমূল কংগ্রেস প্রার্থী মনোনয়ন জমা দিলেন - মনোনয়ন পত্র জমা

বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমা দিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের 5 প্রার্থী ৷ নেতৃত্বে ছিলেন রাজ্যের শ্রম দপ্তরের বিদায়ী রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানির ৷

মনোনয়ন জমা
মনোনয়ন জমা

By

Published : Apr 1, 2021, 2:45 PM IST

Updated : Apr 1, 2021, 3:20 PM IST

রায়গঞ্জ,1 এপ্রিল : উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মহকুমার 5 টি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দিলেন আজ । বেলা ১২ টা বাজতেই রায়গঞ্জ কর্নজোড়ায় জেলাশাসকের দপ্তরে উপস্থিত হন তাঁরা ৷

বিপুল সংখ্যক কর্মী সমর্থক নিয়ে মনোনয়ন জমা করলেন 5 তৃণমূল কংগ্রেস প্রার্থী

বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমা দিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, করণদিঘী বিধানসভা কেন্দ্রের প্রার্থী তথা উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম পাল, কালিয়াগঞ্জ বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী বিদায়ী বিধায়ক তপন দেবসিংহ, ইটাহার বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুশারফ হোসেন এবং হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সত্যজিৎ বর্মন । নেতৃত্বে ছিলেন রাজ্যের শ্রম দফতরের বিদায়ী রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানির ৷

5 তৃণমূল কংগ্রেসে প্রার্থী মনোনয়ন জমা দিলেন আজ

আরও পড়ুন :রায়গঞ্জের বাজারে প্রচারে সংযুক্ত মোর্চার প্রার্থী মোহিত সেনগুপ্ত

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের নিরিখেই মানুষ তাদের ভোট দিয়ে জয়ী করবেন বলে জানালেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল । তিনি এও বলেন রায়গঞ্জে একটি মহিলা কলেজ এবং একটি ল' কলেজ স্থাপনের উদ্যোগ নেবেন তিনি ।

Last Updated : Apr 1, 2021, 3:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details