রায়গঞ্জ,1 এপ্রিল : উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মহকুমার 5 টি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দিলেন আজ । বেলা ১২ টা বাজতেই রায়গঞ্জ কর্নজোড়ায় জেলাশাসকের দপ্তরে উপস্থিত হন তাঁরা ৷
বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমা দিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, করণদিঘী বিধানসভা কেন্দ্রের প্রার্থী তথা উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম পাল, কালিয়াগঞ্জ বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী বিদায়ী বিধায়ক তপন দেবসিংহ, ইটাহার বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুশারফ হোসেন এবং হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সত্যজিৎ বর্মন । নেতৃত্বে ছিলেন রাজ্যের শ্রম দফতরের বিদায়ী রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানির ৷