গঙ্গারামপুর, 18 এপ্রিল : প্রধানমন্ত্রীর সভা এবার গৌড়বঙ্গে ৷ সপ্তম ও অষ্টম দফায় গৌড়বঙ্গের তিন জেলায় ভোটগ্রহণ রয়েছে ৷ তার আগে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে নির্বাচনী সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বিভিন্ন ইস্য়ুতে মমতাকে নিশানা করে তিনি ৷ কমিশনের নির্দেশে সভাস্থলে যাওয়া সবাইকে মাস্ক ও স্যানিটাইজারের পাউচ বিলি করে গেরুয়া শিবির ৷ যদিও সভায় অনেকের মুখে মাস্ক দেখা যায়নি৷
হিন্দু আবেগ উসকে দিয়ে বোল্লাকালীকে স্মরণ করে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ গঙ্গারামপুর নামের সঙ্গে গঙ্গা ও রামের মিশ্রণের উল্লেখ করেন ৷ রাজনৈতিক মহলের মতে, তিনি বিলক্ষণ বোঝেন, ওই তিন জেলায় শুধু হিন্দু ভোট নয়, মুসলিম ভোটও যথেষ্ট গুরুত্ব রাখে ৷ তাই তাঁর মুখে উঠে এসেছে তিন তালাক আইনের কথা ৷ তাঁর দাবি, ওই আইন লাগু হওয়ার পর মুসলমান মহিলারাও এখন বিজেপিকে সমর্থন করছেন ৷
আরও পড়ুন- সুজাতা মণ্ডল খাঁ ও সায়ন্তন বসুর প্রচারে নিষেধাজ্ঞা কমিশনের
এদিকে তাঁর বক্তব্যে উঠে এসেছে হিলি-তুরা করিডরের কথা ৷ জানিয়েছেন, রাজ্যে সরকার গঠনের পর ওই জেলায় যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নয়ন করা হবে ৷ শুধু জাতীয় নয়, ওই জেলার মাধ্য়মে আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থাও চালু করা হবে ৷ জেলার ছেলেমেয়েদের জন্য় আইটিআই চালু করার প্রতিশ্রুতি দেন ৷ জেলায় উৎপাদিত চালের বাণিজ্য়করণে জোর এবং বহুমুখি হিমঘর গড়ে তোলারও প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী ৷
বিভিন্ন ইশুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে গতকাল আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, “দিদি প্রতিদিন আমাকে গালাগালি করে চলেছেন ৷ আমাকে চোর বলছেন, আমার দাড়ি ছাড়া নাকি আর কিছু উন্নয়ন হয়নি ৷ আমি সব শুনি ৷ কিছু বলি না ৷ কারণ, 2 মে’র পর দিদি আর মুখ্যমন্ত্রী থাকবেন না ৷ এতদিন তিনি শুধু ভাইপোর উন্নয়নের জন্য ব্যস্ত থেকেছেন ৷ মানুষের উন্নয়নের কথা ভাবেননি ৷" আয়ুষ্মাণ ভারত, কিষাণ সম্মাননিধি প্রকল্প চালু না করায় মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে আক্রমণ করেন মোদি ৷