পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রায়গঞ্জে মাঝপথেই রোড শো ছেড়ে চলে গেলেন মিঠুন, হতাশ বিজেপি কর্মীরা

রায়গঞ্জে বিজেপির হয়ে প্রচারে মাঝপথেই ফিরে গেলেন তারকা প্রচারক অভিনেতা মিঠুন চক্রবর্তী ৷ রায়গঞ্জের সুদর্শনপুরে মাত্র 300 মিটার রোড শো এগোতেই গাড়ি থামিয়ে বেরিয়ে গেলেন মিঠুন ৷

bengal election 2021 Mithun chakraborty walks out of road show in Raiganj disappointment for BJP workers
রায়গঞ্জে রোড শো-র মাঝপথেই বেরিয়ে গেলেন মিঠুন, হতাশ বিজেপি কর্মীরা

By

Published : Apr 18, 2021, 8:00 PM IST

রায়গঞ্জ (উত্তর দিনাজপুর), 18 এপ্রিল : মাঝপথেই রোড শো থামিয়ে দিয়ে গাড়িতে উঠে হেলিপ্যাডের দিকে রওনা দিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী ৷ আজ রায়গঞ্জের বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণীর হয়ে প্রচারে গিয়ে এমনটাই করলেন বিজেপির তারকা প্রচারক ৷ যা নিয়ে শুরু হয়েছে কানাঘুষো ৷ এদিন বিকেল সাড়ে 4টে থেকে রায়গঞ্জ শহরের সুদর্শনপুর থেকে রোড শো শুরু হয় মিঠুনের ৷ রোড শো মাত্র 300 মিটার এগোতেই গাড়ি থামিয়ে দেন তিনি ৷ তারপর নিজের গাড়িতে উঠে, সেখান থেকে বেরিয়ে যান তিনি ৷

রায়গঞ্জে রোড শো-র মাঝপথেই বেরিয়ে গেলেন মিঠুন, হতাশ বিজেপি কর্মীরা

আরও পড়ুন : রতুয়ায় নির্দল প্রার্থীর হয়ে রোড শো বেদের মেয়ে জ্যোৎস্নার

আজ বেলা 3টে থেকে বিজেপির রায়গঞ্জের প্রার্থী কৃষ্ণ কল্যাণীর হয়ে মিঠুন চক্রবর্তীর রোড শো করার কথা ছিল রায়গঞ্জে ৷ কিন্তু, প্রায় দেড় ঘণ্টা দেরিতে তিনি রোড শো’র জন্য পৌঁছান ৷ মালদা থেকে হেলিকপ্টারে করে তিনি রায়গঞ্জে পৌঁছান ৷ সেখান থেকে সুদর্শনপুরে পৌঁছে সুসজ্জিত গাড়িতে রোড শো শুরু করেন মিঠুন ৷ কিন্তু, মাত্র 300 মিটার রোড শো এগোতেই তিনি গাড়ি থামিয়ে দেন ৷ এবং সেখান থেকে বেরিয়ে নিজের গাড়িতে উঠে হেলিপ্যাডের দিকে রওনা দেন তিনি ৷ কিন্তু, কেন এমনটা করলেন বিজেপির তারকা প্রচারক? সেই প্রশ্নের উত্তর মেলেনি ৷ যা নিয়ে হতাশা তৈরি হয়েছে রায়গঞ্জের বিজেপি কর্মী ও সমর্থকদের মধ্যে ৷

ABOUT THE AUTHOR

...view details