পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মিছিলের পুরোভাগে দীপা, ইসলামপুরে মোর্চার চার প্রার্থীর মনোনয়ন পেশ

চোপড়া বিধানসভার সিপিআইএম প্রার্থী আনোয়ারুল হক, ইসলামপুর বিধানসভার কংগ্রেস প্রার্থী সাদিকুল ইসলাম, চাকুলিয়ার ফরওয়ার্ড ব্লক প্রার্থী আলি ইমরান রামজ এবং গোয়ালপোখর বিধানসভার কংগ্রেস প্রার্থী নাসিম এহেসান এদিন মনোয়ন জমা দেন । দীপা দাসমুন্সী এই চার প্রার্থী এবং বাম-কংগ্রেস-আইএসএফ কর্মী সমর্থকদের নিয়ে বিশাল র‍্যালি করেন ইসলামপুর শহরে ।

ইসলামপুরে মোর্চার চার প্রার্থীর মনোনয়ন পেশ
ইসলামপুরে মোর্চার চার প্রার্থীর মনোনয়ন পেশ

By

Published : Mar 30, 2021, 4:28 PM IST

রায়গঞ্জ, ৩০ মার্চ: কংগ্রেস নেত্রী দীপা দাসমুন্সীর নেতৃত্বে ইসলামপুর মহকুমায় মনোনয়ন জমা দিলেন চার সংযুক্ত মোর্চার প্রার্থী ৷ মঙ্গলবার বিশাল ব়্যালি করে ইসলামপুর মহকুমা শাসকের কাছে মনোয়ন দাখিল করেন চার প্রার্থী ।

চোপড়া বিধানসভার সিপিআইএম প্রার্থী আনোয়ারুল হক, ইসলামপুর বিধানসভার কংগ্রেস প্রার্থী সাদিকুল ইসলাম, চাকুলিয়ার ফরওয়ার্ড ব্লক প্রার্থী আলি ইমরান রামজ এবং গোয়ালপোখর বিধানসভার কংগ্রেস প্রার্থী নাসিম এহেসান এদিন মনোয়ন জমা দেন । দীপা দাসমুন্সী এই চার প্রার্থী এবং বাম-কংগ্রেস-আইএসএফ কর্মী সমর্থকদের নিয়ে বিশাল র‍্যালি করেন ইসলামপুর শহরে । এই মিছিলে কর্মী সমর্থদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো । প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদিকা দীপা দাসমুন্সী জানিয়েছেন, মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে মিছিলে এসেছেন, যে জনজোয়ার দেখা গিয়েছে তাতে জয়ের বিষয়ে তিনি ভীষণভাবে আশাবাদী ৷ তিনি এও জানান, প্রায় এক বছর যাবৎ করোনা এবং কোয়ারেন্টাইনের কারণে তিনি জেলায় আসতে পারেননি । তবে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন ৷

দীপা দাসমুন্সীর নেতৃত্বে ইসলামপুর মহকুমায় মনোনয়ন জমা দিলেন চার সংযুক্ত মোর্চার প্রার্থী

আরও পড়ুন : নন্দীগ্রামে মমতার গাড়ি দেখে জয় শ্রীরাম ধ্বনি

অপরদিকে পরপর দুবারের বিধায়ক তথা লড়াকু তরুণ তুর্কি ফরোয়ার্ড ব্লক নেতা আলি ইমরান রামজ বলেন, মানুষের আবেগ আর উচ্ছ্বাস জানান দিচ্ছে সংযুক্ত মোর্চা দিকে দিকে জয়লাভ করছেই । মানুষ চাইছে রাজ্যের স্বৈরাচারি তৃণমূল কংগ্রেস সরকারের পতন ৷ ধর্মীয় মেরুকরণ ও জাতপাতের রাজনীতি করা বিজেপিকে হারাতে ধর্মনিরপেক্ষ সংযুক্ত মোর্চার জোটই রাজ্যে শান্তি, উন্নয়ন এবং বেকারদের কর্মসংস্থান করবে বলে দাবি করেন তিনি । এদিন ইসলামপুরে সংযুক্ত মোর্চার প্রার্থীদের মনোনয়নকে ঘিরে ইসলামপুর মহকুমা শাসকের দফতর নিরপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছিল ।

ABOUT THE AUTHOR

...view details