পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সাংস্কৃতিক অনুষ্ঠান শুরুর দাবিতে প্রশাসনের দ্বারস্থ শিল্পীরা

কোরোনার জেরে প্রায় সাত মাস ধরে বন্ধ সাংস্কৃতিক অনুষ্ঠান । বন্ধ মঞ্চশিল্পীদের রোজগারও । আনলক পর্বে শপিং মল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ভিড় হচ্ছে । তাহলে তাদের অনুষ্ঠান করতে বাধা দেওয়া হচ্ছে কেন, এই প্রশ্নে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হলেন তাঁরা ।

Artists demanding to start cultural programs
সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করার দাবি মঞ্চশিল্পীদের

By

Published : Oct 12, 2020, 10:40 PM IST

রায়গঞ্জ, 12 অক্টোবর : কোরোনা পরিস্থিতিতে সরকারি সাহায্য চেয়ে প্রশাসনের দ্বারস্থ হল উত্তর দিনাজপুরের মুক্ত মঞ্চশিল্পী গোষ্ঠী । তাদের দাবি আস্তে আস্তে সমস্ত ধরনের পরিষেবা চালু হয়ে যাচ্ছে । শুধুমাত্র সাংস্কৃতিক অনুষ্ঠান বর্তমান সরকার বন্ধ রেখেছে । সেই কারণে চরম আর্থিক সংকটে পড়েছে তারা ।

কোরোনার জেরে প্রায় সাত মাস ধরে বন্ধ সাংস্কৃতিক অনুষ্ঠান । বন্ধ মঞ্চশিল্পীদের রোজগারও । একমাত্র রোজগারের উপর নির্ভর করেই তাদের সংসারের খরচ, ওষুধপত্র এবং চিকিৎসা সবটাই চলে । আনলক ফেজ়ে শপিং মল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বর্তমানে লোক ভিড় করছে । তাহলে তাদের অনুষ্ঠান করতে বাধা দেওয়া হচ্ছে কেন, এই প্রশ্নে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন তাঁরা ।

এ বিষয়ে সরকারি হস্তক্ষেপ অত্যন্ত প্রয়োজনীয় । তাই জেলা তথ্য সংস্কৃতি আধিকারিকের মাধ্যমে এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন তাঁরা । এদিন একটি স্মারকলিপি প্রদান করে এই বিষয়ে সরকারি হস্তক্ষেপ চেয়েছেন শিল্পীগোষ্ঠীর সদস্যরা । তাদের দাবি এরপরেও যদি সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করা না হয় তাহলে পরবর্তীকালে আত্মহত্যা ছাড়া আর কোন পথ থাকবে না তাদের কাছে ।

সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করার দাবি মঞ্চশিল্পীদের

এ বিষয়ে সংগঠনের তরফ থেকে অমিতাভ দে বলেন, "দীর্ঘ সাত মাস ধরে সমস্ত ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান পুরোপুরি ভাবে বন্ধ রয়েছে । যার ফলে আমরা চরম আর্থিক সংকটের মধ্যে পড়েছি । সরকার আস্তে আস্তে সমস্ত ধরনের পরিষেবা চালু করে দিলেও সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চ একেবারে বন্ধ রেখেছে । যা আমাদের আর্থিকভাবে পুরোপুরি ভেঙে দিয়েছে । আমরা এই বিষয়ে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ চাইছি ।"

এই বিষয়ে জেলা তথ্য সংস্কৃতি দপ্তর আধিকারিক রানা দেবদাস বলেন, "মুক্তমঞ্চের কিছু শিল্পীরা আমার কাছে এসেছিলেন । তাঁরা সরকারি সাহায্য প্রার্থনা করে একটি স্মারকলিপি প্রদান করেছেন । তাদের দাবি, জেলার বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান কর্মসূচি করতে দেওয়া হোক । তবে এই বিষয়ে সরকারের নির্দেশিকা এখন আমার কাছে এসে পৌঁছায়নি । আমি তাদের দাবি উর্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব ।"

ABOUT THE AUTHOR

...view details