পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Woman Rape: মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণ, আটক অভিযুক্ত - North Dinajpur Rape

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে ৷ নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে আটক অভিযুক্ত ৷

Etv Bharat
মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণ

By

Published : Apr 3, 2023, 11:11 PM IST

রায়গঞ্জ, 3 এপ্রিল:মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণ করার অভিযোগ উঠল স্থানীয় এক যুবকের বিরুদ্ধে । শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ৷ রায়গঞ্জ থানায় ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করে রায়গঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার এলাকার বাসিন্দা ওই নির্যাতিতা ৷ গত শনিবার ঘরের মধ্যে শুয়েছিলেন নির্যাতিতা ও তাঁর আরও তিন বোন ৷ তাঁদের বাবা বারান্দায় ঘুমোচ্ছিলেন ৷ হঠৎই তিনি শুনতে পান মেয়ের চিৎকার ৷ চিৎকার শুনতে পেয়ে নির্যাতিতার বাবা তড়িঘড়ি মেয়ের ঘরে ঢুকে পড়েন । সেই সময় অভিযুক্ত যুবক বেরিয়ে যান ঘর থেকে । রক্তাক্ত অবস্থায় মেয়েকে বিছানায় পরে থাকতে দেখেন ৷ নির্যাতিতার বাবা চিৎকারে স্থানীয় বাসিন্দারা তাঁর বাড়িতে উপস্থিত হন ৷

উত্তেজিত জনতা অভিযুক্তকে পাকড়াও করে রায়গঞ্জ থানায় খবর দেন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় রায়গঞ্জ থানার পুলিশ । অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় । রবিবার ওই মানসিক ভারসাম্যহীন মহিলাকে রায়গঞ্জ গভর্নমেন্ট কলেজ ও মেডিক্যালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় । ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে ৷

আরও পড়ুন:ত্রিকোণ প্রেমের জেরে ধর্ষণ করে খুন, কৃষ্ণনগরের ঘটনায় অভিযোগ মৃতার পরিবারের

খবর পেয়েই সোমবার নির্যাতিতার বাড়িতে যায় পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের জেলা সম্পাদক উত্তম কুমার গুহ ও অন্যান্য সদস্যরা । নির্যাতিতার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন উত্তমবাবু । তিনি বলেন, "আমরা খবর পেয়ে এই মহিলার বাড়িতে এসেছি । মানসিক ভারসাম্যহীন মহিলাকে যে ধর্ষণ করেছে তার উপযুক্ত শাস্তি চাই । যেন এমন শাস্তি অভিযুক্তকে দেওয়া হয় যাতে আগামীতে কেউ আর প্রতিবন্ধী মহিলাদের উপর এমন কাজ করতে সাহস না পায় ৷"

ABOUT THE AUTHOR

...view details