পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

2 মাস স্কুল বন্ধের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ ABPTA-র - closed

3 মে থেকে 30 জুন পর্যন্ত সমস্ত সরকারি স্কুল পুরোপুরি ভাবে বন্ধ থাকায় প্রতিবাদ জানিয়ে আজ অবস্থান বিক্ষোভ করল বামপন্থী শিক্ষক সংগঠন অল বেঙ্গল প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন (ABPTA) ।

বিক্ষোভ ABPTA-র

By

Published : May 6, 2019, 5:00 PM IST

রায়গঞ্জ, 6 মে : দু'মাস ধরে সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত স্কুলগুলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার । তারই প্রতিবাদ জানিয়ে আজ অবস্থান বিক্ষোভ করল বামপন্থী শিক্ষক সংগঠন অল বেঙ্গল প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন (ABPTA) । তারা উত্তর দিনাজপুর জেলা বিদ্যালয় পরিদর্শক দপ্তরে অবস্থান বিক্ষোভ করে । পরে জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে একটি স্মারকলিপিও প্রদান করে ।

শিক্ষক সংগঠনের দাবি, দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ না রেখে প্রচণ্ড গরমের সময়ে সকালে স্কুল চালু করতে হবে । শিক্ষক সংগঠনের তরফে এও বলা হয়, যদি সরকার তাদের দাবি মেনে না নেয় তাহলে আগামীদিনে শিক্ষকেরাই স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের অভিভাবকদের সাথে কথা বলবেন । এবং নিজেরাই স্কুল চালু করে পঠন-পাঠন শুরু করে দেবেন । এছাড়াও শিক্ষক সংগঠনের দাবি, স্কুল বন্ধ থাকলে মিড-ডে মিল থেকে বঞ্চিত হবে ছাত্র-ছাত্রীরা । পাশাপাশি স্কুলের রান্নার কাজে যুক্ত রাঁধুনিরাও দু'মাস কোনও বেতন পাবেন না । তাই এতদিন স্কুল বন্ধ থাকলে গোটা শিক্ষা ব্যবস্থাটাই ভেঙে পড়বে ।

সমস্ত বেসরকারি স্কুলগুলি খোলা রয়েছে । সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে বেসরকারি শিক্ষা ব্যবস্থাকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার । এমনই অভিযোগ করেছে রায়গঞ্জ কর্ণজোড়ায় জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করল CPI(M)-র প্রাথমিক শিক্ষক সংগঠন ABPTA । তাদের দাবি, অবিলম্বে রাজ্য সরকার দু'মাসের ছুটি বন্ধ করে সকালে স্কুল চালু করার ব্যাবস্থা গ্রহণ করুক । তাদের দাবি না মানা হলে তারা রাজ্য সরকারের নির্দেশকে অমান্য করে নিজেরাই স্কুল খুলে ছাত্রহাত্রীদের পঠন-পাঠন শুরু করে দেবে।

উল্লেখ্য, 3মে থেকে 30 জুন পর্যন্ত সমস্ত সরকারি স্কুল পুরোপুরি ভাবে বন্ধ থাকার নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার । কারণ, রাজ্যে ঘূর্ণিঝড় ফণী ও প্রচণ্ড গরমের থেকে বাঁচতে এই ঘোষণা করে রাজ্যের শিক্ষা দপ্তর । ওই ছুটি ঘোষণা হওয়াতে চরম সমস্যায় পড়েছে শিক্ষক থেকে স্কুলের ছাত্রছাত্রীরা । আজও বহু স্কুলে হয়নি প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা । ফলে স্কুল খোলার পরে পরীক্ষা নেওয়া হলে দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা নিতে আরও দেরি হয়ে যাবে । শিক্ষকদের অভিযোগ, এতদিন ছুটি দেওয়ার ফলে চরম ক্ষতির মুখে পড়বে স্কুলের ছাত্রছাত্রীরা । তাদের পাঠ্যক্রম শেষ হবে না ।

ABOUT THE AUTHOR

...view details