পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"বউ চাই", প্ল্যাকার্ড হাতে ধরনা যুবকের - sit in

রেজিস্ট্রির পরই পালিয়ে যায় বউ । তাই বউয়ের দাবিতে শ্বশুরবাড়ির সামনে ধরনায় যুবক ।

ধরনা

By

Published : Jun 7, 2019, 6:13 PM IST

Updated : Jun 7, 2019, 7:45 PM IST

রায়গঞ্জ, 7 জুন : প্রেমিকাকে ফিরে পেতে ধরনায় বসেছিলেন ধুপগুড়ির অনন্ত বর্মণ । এবার তাঁর দেখানো পথেই হাঁটলেন উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের গোপাল বল । তবে এবার প্রেম নয়, বউয়ের দাবিতে ধরনায় বসলেন তিনি । দাবি, সামাজিক বিয়ের আগে শ্বশুরবাড়ি থেকে পালিয়ে গেছে তাঁর স্ত্রী ।

গোপালের দাবি, চলতি বছরের 26 এপ্রিল কানকির বাসিন্দা মনখুশি সরকারের সঙ্গে রেজিস্ট্রি হয় তাঁর । 21 জুন তাঁদের সামাজিক বিয়ে হওয়ার কথা ছিল । কিন্তু, তিনি জানতে পারেন তাঁর স্ত্রীকে পাওয়া যাচ্ছেন না । গোপালের দাবি, এই বিষয়ে শ্বশুরবাড়ির লোকও কোনও সাহায্য করছে না । এরপরই তিনি শ্বশুরবাড়ির সামনে ধরনা দেওয়ার সিদ্ধান্ত নেন ।

এরপর আজ সকালে বউকে খুঁজে দেওয়ার দাবিতে শ্বশুরবাড়ির সামনে ধরনায় বসেন তিনি । সঙ্গে প্ল্যাকার্ড, "বউ চাই" । গোপালবাবু বলেন, "বিয়ের 13 দিন আগে আমার বউ পালিয়ে গেছে । আমি আমার বউকে ফেরত চাই । যতক্ষণ না বউকে এনে দিচ্ছে ততক্ষণ শ্বশুরবাড়ির সামনে ধরনা চলবে ।"

শুনুন গোপাল বলের বক্তব্য

এই সংক্রান্ত আরও খবর : প্রতিষ্ঠিত পাত্র চেয়েছিলেন লিপিকা; আঘাত দেব না, প্রতিজ্ঞা অনন্তর

যদিও এবিষয়ে গোপাল বলের শ্বশুরবাড়ির সদস্যদের প্রতিক্রিয়া মেলেনি ।

এই সংক্রান্ত আরও খবর : "আমার ভালোবাসার দাম দাও"

Last Updated : Jun 7, 2019, 7:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details