পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ব্যারাকপুরে যুব তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর, অভিযুক্ত BJP - ransacked

উত্তর ব্যারাকপুর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে যুব তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর । অভিযোগের তির BJP-র দিকে।

পার্টি অফিস ভাঙচুর

By

Published : Apr 22, 2019, 12:31 PM IST

Updated : Apr 22, 2019, 12:39 PM IST

ব্যারাকপুর, 22 এপ্রিল : যুব তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা । উত্তর ব্যারাকপুর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জের ঘটনা । অভিযোগের তির BJP-র দিকে । নোয়াপাড়া থানায় আজ অভিযোগ দায়ের করেছে তৃণমূল ।

গতরাতে নবাবগঞ্জের যুব তৃণমূলের কার্যালয়ে আসে একদল দুষ্কৃতী । তাদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল বলে জানা ছিল । অভিযোগ, দুষ্কৃতীরা হুমকি দেয় যে ওই পার্টি অফিসে যেন তৃণমূলের নেতা-কর্মীদের আর দেখতে না যায় । পাশাপাশি, পার্টি অফিসে ব্যাপক ভাঙচুর চালায় তারা । দলীয় পোস্টার ছিঁড়ে দেওয়া হয় । ভেঙে ফেলা হয় চেয়ার, টেবিল ।

উত্তর ব্যারাকপুর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা স্থানীয় তৃণমূল নেত্রী শান্তি নাথ বলেন, "হামলাকারীরা সকলেই BJP আশ্রিত দুষ্কৃতী । সকলের কাছে আগ্নেয়াস্ত্র ছিল । তাই ভয়ে কেউ সামনে আসতে সাহস পায়নি ।"

ছিঁড়ে ফেলা হয়েছে ব্যানার

যদিও, অভিযোগ অস্বীকার করেছেন ব্যারাকপুরের BJP প্রার্থী অর্জুন সিং । বলেন, "সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করছে তৃণমূল । প্রতিদিন এরা মিথ্যে অভিযোগ করে মামলা করছে । তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গেছে ।" তিনি আরও বলেন, "ওই এলাকায় আমরা দলীয় পতাকা লাগাতে পারছি না । তাহলে কীভাবে আমরা ওখানে গিয়ে ভাঙচুর চালাব ।"

স্থানীয় তৃণমূল নেত্রী ও অর্জুন সিং-এর বক্তব্য

অন্যদিকে, গতরাতেই ব্যারাকপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে তৃণমূলের দেওয়াল লিখনে কালি লেপে দেওয়ার অভিযোগ উঠেছে । তৃণমূলের অভিযোগ, BJP আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজ করেছে ।

Last Updated : Apr 22, 2019, 12:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details