পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মদের আসরে বিবাদ, যুবককে গলা কেটে খুন - barakpur

মদের আসরে বিবাদের জেরে গলা কেটে এক যুবককে খুন করল চার বন্ধু ।

মৃত যুবক

By

Published : Apr 29, 2019, 12:46 PM IST

Updated : Apr 29, 2019, 1:16 PM IST

ব্যারাকপুর, 29 এপ্রিল : মদের আসরে বিবাদের জেরে যুবককে গলা কেটে খুন করল চার বন্ধু । ঘটনাটি জগদ্দল সুগিয়াপড়া এলাকার । মৃতের নাম মহম্মদ আদির (25) । পেশায় দিনমজুর । অভিযুক্ত চার বন্ধুর মধ্যে তিনজন পলাতক । জয়প্রকাশ দাস নামে অন্য একজনকে গ্রেপ্তার করেছে জগদ্দল থানার পুলিশ ।

গতরাতে সুগিয়াপাড়া এলাকায় আদির বাড়ির সামনেই পাঁচ বন্ধু মিলে মদের আসর বসিয়ে ছিল । সেখানেই আদিরের সাথে বাকি চার বন্ধুর বিবাদ বাধে । তারপরই শুরু হয় হাতাহাতি । সেই সময় স্থানীয় বাসিন্দারা এসে বাকি বন্ধুদের সরিয়ে নিয়ে যায় । আদির ঘটনাস্থান থেকে চলে যাওয়ার সময় পিছন থেকে চার বন্ধু মিলে অস্ত্র নিয়ে হামলা করে । গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

আশঙ্কাজনক অবস্থায় আদিরকে প্রথমে ভাটপাড়া স্টেট জেনেরাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে তাঁকে কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ।

Last Updated : Apr 29, 2019, 1:16 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details