মিনাখাঁ (উত্তর 24 পরগনা), 10 ডিসেম্বর : যুবতিকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে । ধর্ষণে বাধা পেয়ে যুবতিকে মারধরও করে অভিযুক্ত । উত্তর 24 পরগনার মিনাখাঁর ঘটনা । থানায় অভিযোগ দায়ের হওয়ার পর থেকে ওই অভিযুক্ত পলাতক ।
যুবতিকে ধর্ষণের চেষ্টা মিনাখাঁয়, অভিযুক্ত পলাতক - যুবতিকে ধর্ষণের চেষ্টা মিনাখাঁয়
যুবতিকে ধর্ষণের চেষ্টার অভিযোগ মিনাখাঁয় ৷ ধর্ষণে বাধা পেয়ে যুবতিকে মারধরও করে অভিযুক্ত ৷ থানায় অভিযোগ দায়ের হতেই বেপাত্তা হয়ে যায় ওই যুবক । পুলিশ তার তল্লাশি শুরু করেছে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বছর 27-র যুবতি সন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতে থাকেন । তাঁর স্বামী কলকাতায় রাজমিস্ত্রির কাজ করেন । সপ্তাহের শেষে একবার করে বাড়িতে ফেরেন । আর সেই সুযোগে প্রতিবেশী যুবক ৷ অভিযুক্তের নাম গোপাল হাজরা ৷ পেশায় টোটোচালক ৷ গোপাল হাজরা যুবতিকে প্রায়ই কুপ্রস্তাব দিত । কিন্তু ওই যুবতি তাতে রাজি হননি । সোমবার রাতে তিনি সন্তানকে নিয়ে ঘুমোতে যান । গভীর রাতে চাঁচের বেড়ার দরজা ভেঙে গোপাল ঘরে ঢোকে । তারপর মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে । যুবতির চিৎকার শুনে বৃদ্ধা শাশুড়ি পাশের ঘর থেকে বেরিয়ে এসে তাঁকে উদ্ধার করেন । তারপরই সেখান থেকে পালিয়ে যায় গোপাল ।
ঘটনাটি জানাজানি হতেই মঙ্গলবার গোপাল চড়াও হয় ওই যুবতির বাড়িতে । গোপাল যুবতির স্বামী, শাশুড়ি এবং যুবতিকে মারধর করে বলে অভিযোগ ওঠে । আক্রান্ত তিনজন হাড়োয়া গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করান । আজ দুপুরেই যুবতির স্বামী মিনাখাঁ থানায় গোপালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন । থানায় অভিযোগ দায়ের হতেই বেপাত্তা হয়ে যায় ওই যুবক । পুলিশ তার তল্লাশি শুরু করেছে ।