পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

যুবতির মুন্ডুহীন দেহ শনাক্ত পরিবারের, ধর্ষণের পর খুনের অভিযোগ - হাড়োয়া থানা

ধর্ষণের পর খুন করা হয়েছে ৷ মেয়ের দেহ শনাক্ত করে অভিযোগ যুবতির বাবার ।

body recovered
যুবতির মুন্ডুহীন দেহ উদ্ধার

By

Published : Feb 10, 2020, 1:45 AM IST

হাড়োয়া, 10 ফেব্রুযারি : ১ ফেব্রুয়ারি শাসন থানা এলাকায় রেললাইনের ধার থেকে উদ্ধার হয় এক যুবতির মুন্ডুহীন দেহ । আর গতকাল 23 বছর বয়সি ওই যুবতির দেহ শনাক্ত করে তার পরিবার ৷

31 জানুয়ারি থেকে ওই যুবতি নিখোঁজ ছিল বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন ৷ ওই দিন দুপুরে ব্যাঙ্ক থেকে টাকা তুলতে বেরিয়ে আর বাড়ি ফেরেনি সে ৷ কোথাও খুঁজে না পেয়ে পুলিশের দ্বারস্থ হয় তার পরিবার ৷ পরদিন উত্তর 24 পরগনার শাসন থানা এলাকায় রেললাইনের ধার থেকে উদ্ধার হয় এক যুবতির মুন্ডুহীন দেহ ৷ কিন্তু তার পরিচয় জানা সম্ভব হয়নি । অবশেষে 10 দিন পর হাড়োয়া থানায় করা নিখোঁজ ডাযেরির ভিত্তিতে দেহ শনাক্ত করার জন্য ডেকে পাঠানো হয় ওই যুবতির পরিবারকে ৷

বারাসত জেলা হাসপাতালের মর্গে মৃতদেহের পায়ে থাকা চিহ্ন দেখে যুবতিকে শনাক্ত করে তার পরিবার ৷ তার বাবার অভিযোগ, মেয়েকে ধর্ষণের পর খুন করা হয়েছে ৷ যাতে পুলিশ দেহ শনাক্ত না করতে পারে সে জন্য তার শরীর থেকে মাথা আলাদা করে দেওয়া হয়েছে ৷" তবে এখনও পর্যন্ত ওই যুবতির মুন্ডুর হদিশ পাওয়া যায়নি ৷ কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা তদন্ত করে দেখছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details