পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"আমাদের ঘরে ফেরানোর ব্যবস্থা করুন দিদি", ভিডিয়ো বার্তায় মুখ্যমন্ত্রীকে আবেদন শ্রমিকদের - Lockdown

মুম্বইতে দিনমজুরির কাজে গিয়ে আটকে পড়েছেন এ রাজ্যের আটজন শ্রমিক । তাঁদের ঘরে ফেরানোর ব্যবস্থা করুক রাজ্য সরকার । মুখ্যমন্ত্রীর কাছে এক ভিডিয়ো বার্তায় এমনই আবেদন করলেন শ্রমিকরা ।

পরিযায়ী শ্রমিক
পরিযায়ী শ্রমিক

By

Published : May 4, 2020, 8:34 PM IST

দেগঙ্গা, 4 মে : রাজস্থান, কেরালায় আটকে থাকা শ্রমিকদের মতো তাঁদেরও ঘরে ফেরানোর ব্যবস্থা করা হোক । নাহলে না খেয়ে মরতে হবে । মুখ্যমন্ত্রীর কাছে এক ভিডিয়ো বার্তায় এমনই আবেদন জানালেন মহারাষ্ট্রের মুম্বইতে 43দিন ধরে আটকে থাকা এ রাজ্যের আটজন শ্রমিক ।

মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ওই ভিডিয়ো বার্তায় মন্টু মণ্ডল নামে এক শ্রমিক বলেন, "আমরা কয়েকমাস আগে দিনমজুরের কাজ করতে মুম্বইতে এসেছিলাম । লকডাউনের কারণে আটকে রয়েছি এখানে । আমরা খুব কষ্টের মধ্যে রয়েছি দিদি । ঠিকমতো খাওয়া-দাওয়াও হচ্ছে না আমাদের । আপনার কাছে কাতর আবেদন, যেভাবে রাজস্থান ও কেরালার শ্রমিকদের ফেরাতে আপনি উদ্যোগী হয়েছেন, সেভাবে যদি আমাদেরও ফেরানোর ব্যবস্থা করেন, তাহলে কৃতজ্ঞ থাকব ।" ভিডিয়ো বার্তার শেষে তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আর্জি জানিয়ে বলেন, মহারাষ্ট্রে আটকে পড়া এ রাজ্যের প্রত্যেক শ্রমিককেই ফেরানোর ব্যবস্থা করা হোক পশ্চিমবঙ্গে । যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বরও দেওয়া হয়েছে আটকে পড়া ওই শ্রমিকদের তরফে ।

জানা গিয়েছে, আটকে পড়া ওই শ্রমিকদের প্রত্যেকেরই বাড়ি উত্তর 24 পরগনার দেগঙ্গার হাদিপুর ঝিকরা এক নম্বর পঞ্চায়েত এলাকায় । মাস সাতেক আগে দিনমজুরের কাজে মুম্বইতে গিয়েছিলেন ওই আটজন । পশ্চিম মুম্বইয়ের মালাড মালুনির কাছে এক কামরার একটি ঘরে ভাড়া নিয়ে দিনমজুরের কাজও করছিলেন তাঁরা । সেখান থেকে কিছু টাকা পরিবারকেও পাঠাচ্ছিলেন । সবকিছুই ঠিকঠাক চলছিল । কোরোনা প্রতিরোধে দেশজুড়ে লকডাউন জারি হওয়ায় সংকটে পড়েন ওই আট শ্রমিক । কাজ বন্ধ হয়ে যায় তাঁদের । কোনওরকমে আধপেটা খেয়ে ভাড়া বাড়িতেই দিন কাটছে আটকে পড়া শ্রমিকদের । একদিকে, হাতের টাকা শেষ হয়ে যাওয়ায় আগামী দিনে কীভাবে চলবে তার দুশ্চিন্তা, অন্যদিকে বাড়ি ফিরতে না পারায় পরিবারের চিন্তায় রাতের ঘুম উড়েছে তাঁদের । শেষে কোনও উপায় না দেখে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য ভিডিয়ো বার্তায় রাজ্যে ফেরানোর আবেদন জানালেন ওই আট শ্রমিক । তাঁদের আশা, রাজস্থান ও কেরালায় আটকে পড়া শ্রমিকদের মতো তাঁদেরও ফেরানোর ব্যবস্থা করবেন মুখ্যমন্ত্রী ।"

মন্টু মণ্ডল বলেন, "এর আগেও আমরা মুখ্যমন্ত্রীর কাছে ভিডিয়ো বার্তায় ফেরানোর আবেদন করেছিলাম । স্থানীয় প্রশাসন থেকে জেলার কয়েকজনকেও ফোনে বিষয়টি জানানো হয়েছিল । তাঁরা আশ্বাস দিয়েছিল, মুখ্যমন্ত্রীর নজরে আনা হবে বিষয়টি । কিন্তু, তারপরও আমাদের ফেরানোর কোনও ব্যবস্থা করা হয়নি । এখন রাজস্থান ও কেরালার আটকে থাকা শ্রমিকদের ফেরানোয় আমরাও আশা করছি, মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রে আটকে পড়া শ্রমিকদের ফেরানোর ব্যবস্থা করবেন । সেই জন্য আবারও ভিডিয়ো বার্তায় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আবেদন জানালাম ।যাতে কোনও সুরাহা হয় ।"

প্রসঙ্গত, রাজস্থান ও কেরালায় কাজে গিয়ে আটকে পড়া এ রাজ্যের প্রায় আড়াই হাজার শ্রমিককে ইতিমধ্যে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে । মুখ্যমন্ত্রী টুইট করে নিজে সেকথা জানিয়েছেন । আজ বিকেলে স্পেশাল ট্রেনে তাঁদের ফেরানোর খবর জানতে পেরেই আটকে পড়া ওই শ্রমিকরাও আশার আলো দেখতে শুরু করেছেন । তাই, মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ভিডিয়ো বার্তা দিয়ে ফেরার আর্জি জানিয়েছেন তাঁরা ।

ABOUT THE AUTHOR

...view details