পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Gang Rape : মদ খাইয়ে যুবতীকে গণধর্ষণের অভিযোগ তিন যুবকের বিরুদ্ধে - অভিযোগ তিন যুবকের বিরুদ্ধে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় বিউটিশিয়ান নির্যাতিত ওই যুবতী লক্ষ্মী পুজোর মেলা উপলক্ষ্যে ভরতপুরে মামার বাড়ি ঘুরিতে এসেছিলেন।

Gang Rape
মদ খাইয়ে যুবতীকে ধর্ষণের অভিযোগ তিন যুবকের বিরুদ্ধে

By

Published : Oct 20, 2021, 9:50 PM IST

বনগাঁ, 20 অক্টোবর : বন্ধুর জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে যুবতীকে মদ খাইয়ে আমবাগানে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে । সংজ্ঞাহীন অবস্থায় যুবতীকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা । মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বনগাঁ থানার ভরতপুর কালিতলা এলাকায় । এই ঘটনায় দেবব্রত রায় নামে এক যুবকের গ্রেফতার করেছে পুলিশ । বাকি দুই অভিযুক্ত পালাতক। তাদের সন্ধান শুরু করেছে পুলিশ ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় বিউটিশিয়ান নির্যাতিত ওই যুবতী লক্ষ্মী পুজোর মেলা উপলক্ষ্যে ভরতপুরে মামার বাড়ি ঘুরিতে এসেছিলেন। সেখানে সুদীপ বিশ্বাস নামে এক যুবকের জন্মদিন ছিল। মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে চমক দেওয়ার জন্য কয়েকজন বন্ধু কেক হাতে নিয়ে সুদীপের বাড়িতে হাজির হয় । তাঁদের মধ্যে দুই যুবতীও ছিলেন। সুদীপ জানিয়েছেন, বাইরে থেকে যে বন্ধু এবং বান্ধবীরা এসেছিলেন, তাঁদের মধ্যে বেশ কয়েকজন মদ্যপান করেন। নির্যাতিতা যুবতী এবং অভিযুক্ত তিন যুবকও ছিল তাঁর মধ্যে।

আরও পড়ুন : Four Die in Accident : ট্রাকের সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষ, পূর্ব বর্ধমানে মৃত 4

রাত ন'টা নাগাদ সুদীপ দুই বান্ধবীকে বাড়িতে পৌঁছে দেন। বাকি বন্ধুরাও তাঁর বাড়ি থেকে চলে যায় । কিছুক্ষণ পর নির্যাতিতার ভাই এসে তাঁকে বলে, তাঁর দিদি বাড়ি ফেরেনি। তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই খবর শুনে সুদীপ ও নির্যাতিতার ভাই ওই যুবতীকে খুঁজতে বের হন। বেশ কিছুক্ষণ পর বাড়ির পাশের আমবাগান সংলগ্ন একটি ঘর থেকে বিবস্ত্র অবস্থায় খোঁজ মেলে ওই যুবতীর৷ তাঁকে উদ্ধার করে বনগাঁ হাসপাতালে ভর্তি করান তাঁর বাড়ির সদস্যরা। নির্যাতিতার পরিবারের দাবি, জন্মদিনের পার্টিতে ওই যুবতীকে মদ খাওয়ানো হয়েছিল। পরে বাড়ির সামনে থেকে অভিযুক্ত তিন যুবক জোর করে তাঁকে তুলে নিয়ে যায় আমবাগানের ওই ঘরে। সেখানেও তাঁকে মদ খাইয়ে ধর্ষণ করে তারা। অভিযুক্তদের ফাঁসির দাবি তুলছেন নির্যাতিতার পরিবার।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় বনগাঁ থানার পুলিশ। এই ঘটনায় দেবব্রত রায় নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয় । বাকি দুই অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ।

ABOUT THE AUTHOR

...view details