পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নেই গন্ডগোল, ভোট উৎসবে মিশে গেল লাল-সবুজ-গেরুয়া

বনগাঁ লোকসভার অন্য প্রান্তে অশান্তির চিত্র দেখা গেলেও এখানকার ছবিটা সম্পূর্ণ আলাদা । বুথের বাইরে ছিল ভোটারদের লম্বা লাইন। কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে ভোট দিয়েছেন সাধারণ মানুষ । CPI(M), BJP এবং তৃণমূল কর্মীরা একই সঙ্গে বসে খোশমেজাজে গল্প করছেন ।

ভোট উৎসবে লাল-সবুজ-গেরুয়া

By

Published : May 7, 2019, 5:24 PM IST

Updated : May 7, 2019, 5:38 PM IST

বনগাঁ, 7 মে : বর্তমানে ভোট আসলেই রাজ্যবাসীর মনে রাজনৈতিক হানাহানির ছবি ফুটে ওঠে । লোকসভা ভোটের মরসুমে সেই ছবি বারবার উঠে আসছে । প্রাণহানি, রক্তপাত, বচসা, বোমাবজি, গুলি যেন পশ্চিমবঙ্গের ভোটের সমার্থক হয়ে গেছে । ইতিমধ্যেই রাজ্যে 5 দফার ভোট সম্পন্ন হয়েছে । প্রতি দফাতেই রাজনৈতিক হানাহানির সাক্ষী থাকতে থাকতে দীর্ঘশ্বাস ফেলেছে সাধারণ মানুষ ।

এহেন পরিবেশে যেন উলটপুরাণ । গণতন্ত্রের উৎসবে সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা সামিল হয়েছেন কাঁধে কাধঁ মিলিয়ে । তাও আবার বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় । বনগাঁ লোকসভার বিথারী গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ তাড়ালি বুথ সহ একাধিক বুথে ভোট উৎসব পালিত হল শান্তির সঙ্গে ।

দেখুন ভিডিয়ো

বনগাঁ লোকসভার অন্য প্রান্তে অশান্তির চিত্র দেখা গেলেও এখানকার ছবিটা সম্পূর্ণ আলাদা
। বুথের বাইরে ছিল ভোটারদের লম্বা লাইন। কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে ভোট দিয়েছেন সাধারণ মানুষ । CPI(M), BJP এবং তৃণমূল কর্মীরা একই সঙ্গে বসে খোশমেজাজে গল্প করছেন ।

তাঁদের বক্তব্য, ভোটের সময় এই লোকসভা কেন্দ্রের অন্য প্রান্তে অশান্তি হলেও এই এলাকায় ভোটের দিন সাধারণ মানুষ উৎসবের মেজাজেই কাটান । মতাদর্শগত পার্থক্য থাকলেও ভোট নিয়ে কোনও গন্ডগোল হয় না। তাঁরা চান এই এলাকার মতো ভোট সারা পশ্চিমবঙ্গে হোক । তাঁরা অশান্তি চান না, শান্তি চান ।

Last Updated : May 7, 2019, 5:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details