উত্তর 24 পরগনা, 24 ফেব্রুয়ারি : ভোট বড় বালাই! তাই ভোটের আগে সাধারণ মানুষের মন পেতে উন্নয়নকেই অস্ত্র করল তৃণমূল পরিচালিত উত্তর 24 পরগনা জেলা পরিষদ । জোর দিল একগুচ্ছ নতুন রাস্তা তৈরিতে । আর তা স্পষ্ট হল জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামীর কথাতেই । বুধবার দুপুরে জেলা পরিষদে এক সাংবাদিক সম্মেলনে তিনি একদিকে যেমন উন্নয়নের ফিরিস্তি তুলে ধরলেন। তেমনই উন্নয়ন খাতে অর্থ বরাদ্দ করার জন্য রাজ্য সরকারকে কৃতজ্ঞতা জানাতেও ভুললেন না। তবে, ভোটের আগে তড়িঘড়ি জেলা পরিষদের এই তৎপরতাকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি ।
দুয়ারে বিধানসভা নির্বাচন । যে কোনও সময় নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হতে পারে রাজ্যে ৷ তার আগে প্রতিটি রাজনৈতিক দলই নিজের মতো করে ঘুটি সাজাতে ব্যস্ত । একে অপরকে টেক্কা দিতে কোনও খামতি রাখছেন না কোনও পক্ষই । উদ্দেশ্য একটাই, কীভাবে সাধারণ মানুষের মন জয় করা যায় । সেই চেষ্টাতেই ভোটের ময়দানে নেমে পড়েছে শাসক ও বিরোধী উভয়পক্ষ । বিরোধী রাজনৈতিক দল যেখানে তৃণমূল কংগ্রেসের খুঁত খুঁজে সাধারণ মানুষের সামনে তা তুলে ধরতে মরিয়া, তখন উন্নয়ন অস্ত্রেই বিরোধীদের ভোঁতা করতে চাইছে রাজ্যের শাসকদল। আর তা স্পষ্ট হয়েছে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ ও জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর নারায়ণ গোস্বামীর কথাতেই।
এদিন জেলা পরিষদে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, "ইতিমধ্যে জেলা পরিষদের 98 টি নতুন রাস্তায় কাজ শেষ হয়ে গিয়েছে। যা প্রায় 90 কিলোমিটার বিস্তৃত। এরজন্য খরচ হয়েছে 58 কোটি টাকা। যার মধ্যে রাজ্য সরকার আর্থিক বরাদ্দও রয়েছে"। নারায়ণ গোস্বামীর কথায়, "প্রথম ও দ্বিতীয় পর্যায়ে মিলিয়ে প্রায় 221টি নতুন রাস্তা তৈরি করতে চলেছে জেলা পরিষদ। মোট 180 কিলোমিটার বিস্তৃত এই সমস্ত রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছে 118 কোটি টাকা"। এর আগে জেলা পরিষদ এত উন্নয়ন করেনি বলেও দাবি করেছেন তিনি। ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগেই বেশিরভাগ রাস্তা যে সাধারণ মানুষের জন্য জেলা পরিষদ খুলে দিতে চাইছে, সেকথাও জানাতে ভোলেননি পূর্ত কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামী।রাস্তার কাজে আর্থিক বরাদ্দ করায় রাজ্য সরকারের প্রশংসায় পঞ্চমুখ এই তৃণমূল নেতা।