ভাটপাড়া, 19 মে : ভোট মিটতে না মিটতেই ফের উত্তপ্ত ভাটপাড়া । অর্জুন সিংয়ের বাড়ির সামনে চলে ব্যাপক বোমাবাজি ও গুলি । ঘটনায় জখম হয় অর্জুন সিংয়ের এক নিরাপত্তারক্ষী।
ভোট শেষ হতেই উত্তপ্ত ভাটপাড়া; বোমাবাজি, গুলি - arjun
ফের উত্তপ্ত ভাটপাড়া ৷ এবার অর্জুন সিংয়ের বাড়ির সামনে ব্যাপক বোমাবাজি ৷
সপ্তম দফা ভোটের আগের দিনই তপ্ত হয়েছিল ভাটপাড়া । আজ যেন তারই পুনরাবৃত্তি । সকাল থেকে পরিবেশ ছিল বেশ থমথমে । তারই মধ্যে চলছিল ভোটগ্রহণ । দুপুর 2 টো পর্যন্ত ঠিকঠাকই ছিল পরিবেশ । তারপরই 'চেনা ছন্দ' । তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া । শুরু হয় বোমাবাজি । মারধর । দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় নিরাপত্তা বাহিনীকে । সাময়িকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণেও আনা হয় ।
কিন্তু রাত যত গাঢ় হয় ভাটপাড়ার আকাশের মেঘ ততই কালো হতে শুরু করে । রাত ৯ টা ৩০ নাগাদ ফের শুরু হয় বোমাবাজি । এবার একদম অর্জুন সিংয়ের বাড়ির সামনে । ঘটনায় আহত হন অর্জুন সিংয়ের নিরাপত্তারক্ষী অজয় সিং । গুরুতর আহত অবস্থায় তাঁকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী নামানো হয়েছে ।