বনগাঁ, 19 ফেব্রুয়ারি : বৃহস্পতিবার বিজেপির পরিবর্তন যাত্রার রথ বনগাঁ উত্তর ও দক্ষিণ দুই বিধানসভা এলাকার বিস্তীর্ণ পথ পরিক্রম করে । কিন্তু, তাতে কোথাও দেখা গেল না বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাসকে । ফলে, 'বেসুরো' বিধায়ককে নিয়ে জল্পনা আরও বাড়ল ।
গত লোকসভা নির্বাচনের পর বনগাঁ উত্তরের তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস বিজেপিতে যোগ দেন । কিন্তু, সম্প্রতি তিনি বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন । তারপর থেকে তাঁকে ঘিরে জল্পনা বাড়তে থাকে । কিছুদিন পরেই সাংবাদিক বৈঠক করে সাংসদ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে সুর চড়ান তিনি । রাজনৈতিক মহলে এই নিয়ে জোর চর্চা শুরু হয় । তবে কি পুরানো দলে ফিরছেন বিশ্বজিৎ দাস ? এমন জল্পনা কাটতে না কাটতেই, বিজেপির রথযাত্রায় গরহাজির থেকে নতুন করে জল্পনা উসকে দিলেন বনগাঁ উত্তরের বিধায়ক । যদিও এবিষয়ে বিশ্বজিৎ দাসের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, অসুস্থতার কারণে তিনি রথযাত্রায় আসতে পারেননি । একই দাবি করছেন বিজেপির বনগাঁ সংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডলও । তিনি বলেন, "বিধায়ককে আমন্ত্রণ জানানো হয়েছিল । কিন্তু তিনি তিন দিন ধরে অসুস্থ । সেই কারণেই আসতে পারেননি ।"